কেন্দ্রের কাছে পাওনা ১.৩৬ লক্ষ কোটি, বকেয়া মেটাক কেন্দ্র: দাবি হেমন্তের

শেয়ার করুন

রাঁচি: রাজ্যের বকেয়া মেটাতে কেন্দ্রের মোদি সরকারকে আল্টিমেটাম দিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বকেয়া না মেটালে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেছেন, কয়লার বকেয়া ১.৩৬ লক্ষ কোটি টাকা দিচ্ছে না কেন্দ্র। কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডিকে বকেয়া মেটানোর দাবি জানানো হয়েছে। যদিও কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন, সরকার রাজ্যের বকেয়া মেটাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।

বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডির সঙ্গে বৈঠক করেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। বৈঠক ছিলেন সোরেন সরকারের আধিকারিক সহ কোল ইন্ডিয়া লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের বকেয়া নিয়ে আলোচনা করে কেন্দ্র-রাজ্য। মুখ্যমন্ত্রী সোরেন বলেন, কয়লা খনন, উৎপাদন, পরিবহন, জমি অধিগ্রহণ এবং ক্ষতিপূরণের বিষয়গুলি নিয়ে একসাথে কাজ করতে হবে কেন্দ্র-রাজ্যকে। যে জমিগুলিতে কয়লা খনন শেষ হয়েছে, সেগুলি রাজ্যকে ফিরিয়ে দেওয়া দাবি জানিয়েছেন হেমন্ত সোরেন। তিনি বলেন, “রাজ্যে অনেক জায়গায় কয়লা খননের কাজ শেষ হয়েছে। কিন্তু জমিগুলি পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছে কয়লা সংস্থাগুলি। জমিগুলি রাজ্যকে হস্তান্তর করা হচ্ছে না। এমনকি জায়গাগুলিকে সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে না। ফলে বন্ধ খনিগুলিতে বেআইনি খনন হচ্ছে।”

 

এদিকে কয়লা খননের ফলে পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা হ্রাস করতে কেন্দ্রকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। হেমন্ত সোরেনের বক্তব্য, কয়লা সংস্থাগুলির স্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র খোলা, খনি পর্যটনকে উৎসাহিত করা সহ কোল ইন্ডিয়ার সদর দফতর পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে স্থানান্তরিত করার উদ্যোগ নেওয়া উচিত। রাজ্যের বকেয়া প্রসঙ্গে কেন্দ্রীয় কয়লামন্ত্রী বলেছেন, কত বকেয়া রয়েছে! তা যাচাই করতে কেন্দ্র ও রাজ্যের আধিকারিকদের একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *