সংবাদ হেডলাইন ডেস্ক: বৃহস্পতিবারের পর শুক্রবার ফের আইইডি বিস্ফোরণ ঘটল ছত্তিশগড়ে। এবার ছত্তিশগড়ের নারায়ণপুরে আইইডি বিস্ফোরণে জখম হলেন ২ বিএসএফ জওয়ান। শুক্রবার সকালে নারায়ণপুরে গরপা গ্রামের কাছে বিএসএফের টহলদারির সময় বিস্ফোরণ ঘটে। জখম দুই জওয়ানকে হাসপাতালে ভর্তি করা রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিজাপুরের অবুঝমাঢ় অরণ্যে আইইডি বিস্ফোরণ ঘটে। মাওবাদীদের আইইডি বিস্ফোরণে গুরুতর জখম হন সিআরপিএফের কোবরা বাহিনীর দুই কমান্ডো। বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে কোবরার ২০৬ ব্যাটালিয়নের কমান্ডোরা অভিযানে গিয়েছিল অরণ্যে। সঙ্গে ছিল রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীও। মাওবাদীদের সশস্ত্র শাখা পিপলস লিবারেশন গেরিলা আর্মির পাতা ছিল আইইডি বিস্ফোরণ। তখনই আচমকা বাসাগুড়া থানার গভীর অবুঝমাঢ়ের জঙ্গলে বিস্ফোরণ ঘটে। পুলিশ জানায়, জখম ‘কোবরা’ বাহিনীর দুই কমান্ডোকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের চিকিৎসা চলছে।
এর আগেও বিজাপুরেরই অম্বেলি গ্রামের পাশে নিরাপত্তাবাহিনীর একটি গাড়ি উড়িয়ে দিয়েছিল মাওবাদীরা। সেই ঘটনায় ডিসট্রিক্ট রিজার্ভ গার্ডের আট জওয়ান এবং গাড়ির চালক নিহত হয়েছিলেন। ১১ জানুয়ারী, বিজাপুরে একইরকম ঘটনায় জখম হন এক সিআরপিএফ জওয়ান। ১২ জানুয়ারি সুকমা জেলায় আইইডি বিস্ফোরণে এক নাবালিকা এবং দুই পুলিশকর্মী জখম হয়েছিলেন।