গাজা: গাজার মধ্যাঞ্চলে একটি হাসপাতালের পাশে ইসরাইলী বিমান হামলায় পাঁচ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় তেল আবিব। আল-কুদস টুডে নামের একটি টেলিভিশনে কাজ করতেন সাংবাদিকেরা। আল আওদা হাসপাতালের বাইরে রাখা তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। নিহত সাংবাদিকরা হলেন আয়মান আল-জাদি, ফয়সাল আবু আল-কুমসান, মোহাম্মদ আল-লাদা’আ, ইব্রাহিম আল-শেখ আলী এবং ফাদি হাসোনা। হামলার সময় এরা সকলেই গাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন বলে জানিয়েছেন ঘটনাস্থলে থাকা অন্যান্য সাংবাদিকরা। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, গাড়িটি আগুনে জ্বলছে এবং পেছনের দরজায় বড় বড় অক্ষরে ‘টিভি’ এবং ‘প্রেস’ লেখা। গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরাইলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, হামাসের সঙ্গে ইসরাইলের সংঘাতের পর থেকে এখন পর্যন্ত ইসরাইলের হামলায় প্রাণ হারিয়েছেন ১৪১ জন সাংবাদিক। এ তথ্য জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)।