বোমা হামলার হুমকি: আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে আতঙ্ক, তদন্তে বোম স্কোয়াড

শেয়ার করুন

লখনই: এবার বোমা হামলার হুমকি দেওয়া হল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (এএমইউ)। বৃহস্পতিবার বোমা হামলার হুমকি দিয়ে মেল পাঠানো হয়। তাতে ২ লক্ষ টাকা মুক্তিপণও দাবি করা হয়। ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। হুমকি মেল পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, হুমকি মেল পাওয়ার পরই বিষয়টি পুলিশকে অবগত করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরই ক্যাম্পাস জুড়ে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। মেলটি কে বা কারা কি উদ্দেশ্যে পাঠিয়েছে! তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। ক্যাম্পাসে কোথাও বোমা রাখা হয়েছে কিনা তা খুঁজতে অভিযান চালায় বোম ও ডগ স্কোয়াড। সার্কেল অফিসার অভয় কুমার পান্ডে জানিয়েছেন, “ক্যাম্পাসের সমস্ত জায়গাগুলিতে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি চালানো হয়। এখন পর্যন্ত সন্দেহজনক কোনো বস্তু পাওয়া যায়নি। মেলটি কে পাঠিয়েছে, তা জানতে তদন্ত চালাচ্ছে সাইবার টিম।”

Read More: কেন্দ্রের কাছে পাওনা ১.৩৬ লক্ষ কোটি, বকেয়া মেটাক কেন্দ্রঃ দাবি হেমন্তের

এএমইউ-এর এক অধ্যাপক মোহাম্মদ ওয়াসিম আলী বলেন, “আমরা বোমা হামলার হুমকি মেল পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে জানাই। কে মেলটি পাঠিয়েছে তার পরিচয় এখনও জানা যায়নি। মেলে ২ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।” অধ্যাপকের কথায়, হুমকি মেলের পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ুয়া সহ বিভিন্ন বিভাগের কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *