শ্রীনগর: অবশেষে খুলে গেল শ্রীনগর-লাদাখের সংযোগ পথ। এদিন নবনির্মিত জেড-মোড় সুড়ঙ্গ উদ্বোধন করতে কাশ্মীর সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপত্যকা রাজ্যে উৎসবের আমেজ পা মিলিয়েছেন প্রধানমন্ত্রী।
কাশ্মীর ও লাদাখের পর্যটনে গতি আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সোনমার্গে জেড মোড় টানেল। সোমবার এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী নীতীন গড়কড়ি, উপরাজ্যপাল মনোজ সিনহা-সহ আরও অনেকে। সোনমার্গের এই সুড়ঙ্গের হাত ধরে কাশ্মীরে পর্যটনে নতুন গতি আসবে বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি খুব সহজেই বাধা বিপত্তিকে এড়িয়ে লাদাখের একাধিক সেনাঘাঁটিতে প্রতিরক্ষা সামগ্রী-সহ সেনাদের জন্য খাবার ও ওষুধপত্র পৌঁছানো সহজ হয়ে যাবে।
#WATCH | Jammu & Kashmir: Prime Minister Narendra Modi inaugurates the Z-Morh tunnel in Sonamarg today.
CM Omar Abdullah and LG Manoj Sinha, Union Minister Nitin Gadkari are also present.
(Source: DD/ANI)#KashmirOnTheRise pic.twitter.com/GF7rwZaVn1
— ANI (@ANI) January 13, 2025
জেড-মোড় টানেলের ১০টি গুরুত্বপূর্ণ দিক:
1. জেড-মোড় টানেলটির নামকরণ করা হয়েছে জেড-আকৃতির হওয়ার কারণে। প্রায়শই ভারী বৃষ্টিপাত ও তুষারের কারণে কয়েক মাস ধরে অবরুদ্ধ থাকত রাস্তাটি। নতুন টানেলের ফলে তুষারে অবরুদ্ধ হওয়া আটকানো যাবে। ফলে সবসময় যাতায়েত সহজ হবে।
2. প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সোনামার্গ সুড়ঙ্গ প্রকল্পটি ২,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে নির্মিত হয়েছে। সোনমার্গ প্রধান সুড়ঙ্গ ৬.৪ কিলোমিটার। এছাড়াও একটি নির্গমন সুড়ঙ্গ এবং অ্যাপ্রোচ রোড রয়েছে।
3. সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৬৫০ ফুট উচ্চতায় অবস্থিত এই সুড়ঙ্গ পথ। জেড-মোড় টানেলটি ভ্রমণের সময়কে ২ ঘন্টা ১৫ মিনিটে হ্রাস করবে বলে আশা করা হচ্ছে।
4. জেড-মোড় টানেলটি একটি দ্বি-লেন বিশিষ্ট। সড়ক কাঠামোর প্রস্থ ১০ মিটার। জরুরী অবস্থার জন্য এবং রেলওয়ে টানেলের কাজেও ব্যবহার করা যাবে।
5. টানেলটি প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার গতিতে ১,০০০ যানবাহন পরিচালনা করতে পারবে।
6. টানেলটি একটি বায়ুচলাচল ব্যবস্থা দিয়ে সজ্জিত এবং এর দুটি পোর্টাল রয়েছে – পশ্চিম এবং পূর্ব।
7. জেড-মোড় টানেলের নির্মাণ কাজ ২০১৫ সালে শুরু হয়েছিল। বৃহত্তর জোজিলা টানেল প্রকল্পের অংশ হিসেবে লাদাখ ও শ্রীনগরের মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগের লক্ষ্যে জেড-মোড় টানেল তৈরি করা হয়।
8. জোজিলা টানেলের সঙ্গে সংযোগ স্থাপন করবে ২০২৮ সালের মধ্যে। এর ফলে লাদাখের সঙ্গে শ্রীনগর পথের দূরত্ব ৪৯ কিলোমিটার থেকে কমে নেমে আসবে ৪৩ কিলোমিটারে। শ্রীনগর উপত্যকা এবং লাদাখের মধ্যে নিরবচ্ছিন্ন এনএইচ-১ সংযোগ। এই রুটে ঘণ্টায় ৩০ কিলোমিটার থেকে গাড়ির গতি বাড়িয়ে ৭০ কিলোমিটার করবে।
9. সোনমার্গ টানেলটি জম্মু ও কাশ্মীরের অর্থনীতি এবং পর্যটন শিল্পকে বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। এতে সিন্ধু নদীর তীরবর্তী পর্যটন উৎসাহিত হবে। এছাড়া যাত্রা শেষ করতে যাত্রীদের আর কার্গিলে রাত্রিযাপন করতে হবে না।
10. টানেলটি অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত যা ব্যবহারকারীদের জন্য রিয়েল-টাইম আপডেট এবং নিরবচ্ছিন্ন সংযোগ সরবরাহ করবে। এটিতে সুরক্ষা এবং ট্র্যাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য ঘোষণা এবং জরুরি নির্দেশাবলী সরবরাহ করার জন্য পাবলিক অ্যাড্রেস সিস্টেম রয়েছে।