বিজেপির আমলে দেশের অর্থনীতি তলানিতে: কেন্দ্রকে তীর সপা সাংসদের

শেয়ার করুন

লখনই: ওয়াকফ আইনে সংশোধনী এনে মুসলিমদের ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা নিয়ে সরব হয়েছে একাধিক সংগঠন থেকে বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সমাজবাদী পার্টির সাংসদ ধর্মেন্দ্র যাদব। ওয়াকফ আইন সংশোধন করে ও প্রশাসনিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ওয়াকফ সম্পত্তি দখলের চেষ্টা করছে বিজেপি। শনিবার এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন সপা সাংসদ। এদিন নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাদব বলেন, “ওয়াকফ সম্পত্তির উপর কুনজর পড়েছে বিজেপি নেতাদের। ওই সম্পত্তি দখলের জন্য তারা আইন সংশোধন করতে উঠে পড়ে লেগেছে। সম্পত্তি দখলে নিতে ওয়াকফ কমিটিতে নিজেদের লোক বসানোর চেষ্টা করছে। একাজে সরকারি আধিকারিকদেরও ব্যবহারের চেষ্টা চলছে।” কেন্দ্র ও রাজ্যকে তোপ দেগে সপা সাংসদের বক্তব্য, “এসব করার আগে সরকারকে জবাব দিতে হবে, দেশের বেকার যুবরা কবে চাকরি পাবে! দেশের কৃষকদের কবে আয় বাড়বে!”

বিজেপির আমলে দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে বলে দাবি করেন যাদব। তাঁর মতে, “৭৫ বছরে এই প্রথম এক ডলারের মূল্য ৮৮ টাকায় পৌঁছেছে। বিজেপি ১০০ দিনের মধ্যে সুইস ব্যাঙ্ক থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সেসব কোথায়?” অভিবাসী ইস্যুতে কেন্দ্রের তীব্র সমালোচনা করেছেন যাদব। তিনি বলেন, “যে সমস্ত ভারতীয়রা কাজের সন্ধানে বিদেশ পাড়ি দিয়েছিল, তাদের আজ ‘অমানবিক’ ভাবে দেশে ফেরত পাঠানো হচ্ছে। যখন প্রধানমন্ত্রী মার্কিন সরকারের সঙ্গে সু-সম্পর্কের কথা বলছেন, তখন ভারতীয়দের চরমভাবে অপমান করা হচ্ছে। স্বাধীনতার ৭৫ বছরে এদেশের মানুষের প্রতি এমন অপমান আগে কখনও হয়নি।” ভারতীয়দের এই অপমান নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকেই দায়ী করেছেন সপা সাংসদ।

এদিকে সম্প্রতি মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা নিয়ে যোগী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছেন সপা নেতা। যাদবের কটাক্ষ, “মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর তথ্য গোপন করছে সরকার। ঠিক কতজন প্রাণ হারিয়েছেন, তার সুস্পষ্ট পরিসংখ্যান দেয়নি যোগী সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রতিদিন স্নান গণনায় ব্যস্ত। প্রতিদিন কত মানুষ স্নান করছে সেই গণনা করতে পারে, তগাহ্লে কেনো মৃত গণনা করতে পারবে না?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *