দেশের শিক্ষা ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে আরএসএস: বিস্ফোরক রাহুল

শেয়ার করুন

সংবাদ হেডলাইন ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ বা আরএসএস-কে নিশানা করলেন রাহুল। ভারতের শিক্ষা ব্যবস্থা যদি পুরোপুরি আরএসএস-এর নিয়ন্ত্রণে চলে যায় তাহলে দেশ ধ্বংসের পথে যাবে। সোমবার এমনই মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি।

নয়াদিল্লির যন্তর মন্তরে ইন্ডিয়া জোটের ছাত্র সংগঠনের বিক্ষোভ মঞ্চে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা বলেন, ইন্ডিয়া মঞ্চের অন্তর্গত বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে মতাদর্শ এবং নীতি নিয়ে সামান্য ভিন্নতা থাকতে পারে। কিন্তু আমরা কেউই দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কোনও সমঝোতার রাস্তায় হাঁটতে রাজী নই। রাহুল আরও বলেন, ছাত্র সংগঠনগুলোকে অবশ্যই ছাত্রদের বলতে হবে যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ন্ত্রণ করছে আরএসএস। আগামী দিনে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আরএসএস-এর সুপারিশে উপাচার্য নিয়োগ করা হবে। আমাদের এটা বন্ধ করতে হবে।

তিনি বলেন, গত সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদে মহাকুম্ভ কথা বলেছেন। কিন্তু প্রধানমন্ত্রীর উচিত দেশের ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলা। কিন্তু তিনি বেকারত্ব নিয়ে কোনও কথা বলেন না। তিনি মুদ্রাস্ফীতি বা শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনও কথা বলেন না। তাদের একমাত্র লক্ষ্য, দেশের সমস্ত সম্পদ আদানি এবং আম্বানিদের হাতে তুলে দেওয়া এবং দেশের পুরো শিক্ষা ব্যবস্থাকে আরএসএস-এর হাতে তুলে দেওয়া।

রাহুল গান্ধি বলেন, একটা সংগঠন দেশের ভবিষ্যৎ, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার চেষ্টা করছে। সেই সংগঠনের নাম আরএসএস। যদি দেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ পুরোপুরি আরএসএস-এর হাতে চলে যায়, না আসলে ধীরে ধীরে করা হচ্ছে তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। কোনও যুবক যুবতী আর কাজ পাবেনা এবং সবাইকে ধ্বংসের পথে যেতে হবে। সমাবেশে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের এক হয়ে দেশ রক্ষার এই লড়াইতে শামিল হতে হবে এবং আরএসএস-কে হটাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *