রক্তমাখা দেহ পড়ে আপ বিধায়কের, মৃত্যুর কারণ কি পিস্তল?

শেয়ার করুন

চণ্ডীগড়:  পিস্তল থেকে গুলি ছুটে মৃত্যু আপ বিধায়কের। শনিবার তাঁর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পাঞ্জাবের লুধিয়ানা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন গুরপ্রীত গোগি। এদিন রাতে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘরে  রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন ৫৮ বছর বয়সী আপ নেতা। পরিবারের লোকজন দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে দ্রুত দয়ানন্দ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই আপ বিধায়ককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রাত ১২টার সময়ে হঠাৎ গুলির আওয়াজ পান গুরপ্রীতের স্ত্রী সুখচেন কউর গোগি। সঙ্গে সঙ্গে ঘরে ছুটে যান তিনি। গিয়ে দেখতে পান, রক্তাক্ত হয়ে পড়ে রয়েছেন আপ বিধায়ক। পুলিশের অনুমান, আত্মরক্ষার জন্য নিজের কাছে পিস্তল রাখতেন গোগি। গভীর রাতে ভুলবশত গুলি ছুটে যায় বিধায়কের পিস্তল থেকে। নিজের পিস্তল থেকে গুলি ছুটে মৃত্যু হয়েছে তাঁর। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের পরই স্পষ্ট হবে মৃত্যুর আসল কারণ। ডেপুটি পুলিশ কমিশনার জসকরণ সিং তেজা বলেন, “ঘটনাটি ঘটেছে মধ্যরাতে। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”

Read More: গৌরী লঙ্কেশ মামলা: ফের জামিন পেল অভিযুক্ত, ১৮ মধ্যে ১৭ জনই জেলমুক্ত

সূত্রের খবর, দিনভর দলীয় কর্মসূচিতে হাজির ছিলেন বিধায়ক। ২০২২ সালে নিজের বিধানসভা এলাকায় বুদ্ধ নালায় এক পাইপলাইন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন গোগী। কিন্তু তারপর থেকে সেই কাজের অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ওই প্রকল্প নিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) পাঞ্জাব বিধানসভার স্পিকার কুলতার সিং সান্ধওয়ান এবং সাংসদ সন্ত বাবা বলবীর সিং সিচেওয়ালের সঙ্গে বৈঠক করেন আপ বিধায়ক গুরপ্রীত গোগি। এছাড়াও প্রাচীন শীতলা মাতা মন্দিরে চুরির ঘটনার পর, গতকাল মন্দির পরিদর্শনে গিয়েছিলেন তিনি। মন্দিরে চুরির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন লুধিয়ানার বিধায়ক।

২০২২ সালে কংগ্রেস ছেড়ে আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন গোগী। সেই বছরই আপের টিকিটে লড়াই করে জয়ী হন তিনি। ২০২২-এর বিধানসভা নির্বাচনে দু’বারের প্রাক্তন কংগ্রেস বিধায়ক এবং তৎকালীন মন্ত্রী ভারত ভূষণ আশুকে পরাজিত করেন আপ নেতা। বিধায়ক হওয়ার আগে দু’বারের পুরসভার কাউন্সিলর ছিলেন গুরপ্রীত গোগি। কংগ্রেসের জেলা সভাপতির দায়িত্বও সামলেছিলেন তিনি।

 

পাঞ্জাবের আম আদমি পার্টির সভাপতি তথা ক্যাবিনেট মন্ত্রী আমন আরোরা এক্স-এ লেখেন, “লুধিয়ানার বিধায়ক গুরপ্রীত গোগির মৃত্যুতে আমি মর্মাহত ও শোকাহত। এই কঠিন সময়ে তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। তারা এই বেদনাদায়ক ক্ষতি সহ্য করার শক্তি খুঁজে পাক। তাঁর আত্মা শান্তি কামনা করি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *