ইম্ফল, ৩০ ডিসেম্বর: এখনও শান্তি ফেরেনি মণিপুরে। দফায় দফায় অশান্তির আগুন জ্বলে উঠছে উপত্যকা রাজ্যে। এবার মণিপুরে বিদ্রোহী গোষ্ঠীদের চারটি বাঙ্কার ধ্বংস করল নিরাপত্তা বাহিনী। জানা গিয়েছে, রাজ্যের ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলায় বন্দুকধারীদের চারটি বাঙ্কার ছিল। সেগুলিকেই ধ্বংস করেছে নিরাপত্তা বাহিনী।
Combined security forces of Army, BSF, CRPF and State Police have conducted a massive combing and search operations since 28.12.2024 in the following areas of Sabungkhok Khunou, Shantikhongbal, Thamnapokpi, Sanasabi, Uyok Ching and Natum Ching areas bordering Thamnapokpi and… pic.twitter.com/mOrKdLrDfF
— Manipur Police (@manipur_police) December 30, 2024
শুক্রবার (২৭ ডিসেম্বর) কাংপোকপি জেলার পার্শ্ববর্তী পাহাড় থেকে সশস্ত্র বন্দুকধারীরা থাম্নাপোকপি এবং সানাসাবি গ্রামে বন্দুক হামলা চালায়। এনিয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গ্রামের স্বেচ্ছাসেবকদের বন্দুকযুদ্ধ শুরু হয়। বন্দুক হামলায় এক পুলিশ কর্মী সহ চারজন মহিলা আহত হন। ঘটনার পরই সক্রিয় হয় সেনাবাহিনী, বিএসএফ ও সিআরপিএফের একটি যৌথ দল। রাজ্যের বেশকিছু এলাকায় অভিযান চালিয়ে কাংপোকপি জেলার উয়োক চিংয়ের আধিপত্য বিস্তারকারী এলাকাগুলির দখল নেয় সেনা জওয়ানরা। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, থাম্নাপোকপি ও সানাসাবি গ্রামের সীমান্তবর্তী বেশ কয়েকটি এলাকায় গত দু’দিন ধরে ব্যাপক অভিযান চালানোর পর বাঙ্কারগুলো ধ্বংস করা হয়েছে। উপত্যকা ও পার্বত্য অঞ্চলে অবস্থিত আরও তিনটি বাঙ্কার দখলে নিয়েছে নিরাপত্তা বাহিনী। এছাড়াও, থাম্নাপোকপি এবং সানাসাবিতে সাম্প্রতিক গুলি চালানোর ঘটনায় জড়িত সমস্ত সশস্ত্র দুর্বৃত্তরা পালিয়ে গিয়েছে।
Read More: রেশন কার্ডে বাধ্যতামূলক মোবাইল নম্বর লিঙ্ক, অন্যথায় বাতিল হবে কার্ড: কেন্দ্র
উল্লেখ্য, গত বছরের মে মাস থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো গোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গায় ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। জাতিগত দাঙ্গায় হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে।