পুলিশের উপর হামলা: গ্রেপ্তারি এড়াতে ১৭ বার জায়গা পরিবর্তন, অবশেষে ধৃত

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, ডোমকল: কখনও আত্মীয়র বাড়িতে আত্মগোপন, আবার কখনও পরিচিতির বাড়িতে দিয়েছিলেন গা ঢাকা। গ্রেপ্তারি এড়াতে তিন দিনে ১৭ বার জায়গা পরিবর্তন করেছিলেন ডোমকলের আলীনগরে পুলিশি হেফাজত থেকে পালানো অভিযুক্ত রানা শেখ। তিন দিন ধরে তাকে খুঁজতে একাধিক জায়গায় হানা দিয়েও শূন্য হাতে ফিরতে হয়েছিল পুলিশকে। তবে এবারে আর ফিরতে হল না খালি হাতে। পুলিশি গ্রেপ্তারি এড়াতে পরিত্যক্ত শৌচাগারে লুকিয়েও হয়নি শেষ রক্ষা। পালানোর চার দিনের মাথায় রবিবার রাতে সাগরপাড়ার নওদাপাড়ায় হানা দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ডোমকল থানার পুলিশ। সোমবার ধৃতকে আদালতে তোলা হয়েছিল। প্রসঙ্গত, দিন কয়েক আগে ডোমকলের আলীনগরের একটি বাড়িতে চুরির ঘটনা ঘটে। তার দিন কয়েক বাদে ওই চুরির ঘটনায় আলীনগরের রানা শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার রাতে অভিযুক্তকে নিয়ে চুরির টাকা ও সোনা উদ্ধারে তার বাড়িতে গিয়েছিলেন তদন্তকারী অফিসাররা। সঙ্গে ছিল পুলিশের ছ’জনের একটি টিম। পুলিশের দাবি, সেই সময় তাকে নিয়ে পৌঁছাতেই বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেন রানার আত্মীয় তথা রায়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান মিনা বিবি, তার স্বামী হাফিজুলসহ গোটা পরিবার। ওই বিশৃঙ্খলার মাঝেই রানাকে ছিনতাইয়ের চেষ্টা করেন তারা। তাতে বাধা দিতেই পুলিশের গাড়ির চালকের গলায় ধারালো অস্ত্র ধরা হয়। কেসের আইও রানাপ্রতাব সেনগুপ্তকে লক্ষ্য করেও ধারালো অস্ত্র চালানো হয়। তাতে তার আঙুলের একটি অংশ কেটে যায়। আচমকা এই হামলায় পুলিশের খানিকটা হকচকিয়ে যাওয়ার সুযোগ নিয়ে সেখান থেকে চম্পট দেন রানা ও হাফিজুল। স্বতঃপ্রনোনিত মামলা রুজু করে ওই রাতেই রায়পুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তণ তৃণমূল প্রধান মিনা বিবি, তাঁর ছেলে সুরোজ শেখ, মিনার ভাসুরের ছেলে মফিজুল শেখ ও রানার স্ত্রী বৈশাখী বিবিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার রাতেই ডোমকলের এক আত্মীয়ের বাড়ি থেকে হাফিজুলকে গ্রেপ্তার করে পুলিশ। পাশপাশি রানার খোঁজে লাগাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। এরমধ্যেই গোপন সূত্রে খবর পায় সাগরপাড়ার নওদাপাড়ায় দূরসম্পর্কের এক দাদুর বাড়িতে গা ঢাকা দিয়েছেন রানা। তৎক্ষনাৎ সাগরপাড়া থানা পুলিশের একটি টিম সহ সেখানে হানা দেয় ডোমকল থানার বিশেষ দল। ওই বাড়ির পাশের একটি পরিত্যক্ত শৌচাগারে লুকিয়ে থাকা রানাকে টেনে বের করে আনেন পুলিশ কর্মীরা। এরপরই তাকে ডোমকল থানায় নিয়ে যাওয়া হয়। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ওই ঘটনায় আগেই কয়েকজনকে গ্রেপ্তার করে হয়েছিল। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছিল। পাশপাশি সোর্স মারফৎ খবর পেয়ে আমরা রবিবার রাতে রানাকে সাগরপাড়া থেকে গ্রেপ্তার করেছি।

(নোট: খবরটি ২৬ জানুয়ারি প্রিন্ট সংস্করণে প্রকাশিত হয়েছে। ৩১ জানুয়ারি ডিজিটাল সংস্করণে প্রকাশ করা হল।)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *