ভাগবতের মন্তব্য ‘দেশদ্রোহিতা’, আরএসএস প্রধানের গ্রেফতারের দাবি রাহুলের

শেয়ার করুন

নয়াদিল্লি: দেশের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তাঁর এই মন্তব্যের পরই দেশজুড়ে বিতর্কের ঝড় ওঠে। এবার আরএসএস প্রধানের মন্তব্যের তীব্র সমালোচনা করল কংগ্রেস। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি বলেছেন, মোহন ভাগবতের মন্তব্য সমস্ত ভারতীয়দের অপমান করেছে। আরএসএস প্রধানের মন্তব্য ‘দেশদ্রোহিতা’র সমান বলেও তোপ দেগেছেন লোকসভার বিরোধী দলনেতা।

উল্লেখ্য, গত সোমবার ইন্দোরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। ভাগবত বলেন, রাম মন্দিরের উদ্বোধনের দিনই যথার্থ স্বাধীনতা পেয়েছে দেশ। অর্থাৎ ১৯৪৭ সালের ১৫ আগস্ট নয়, ইংরেজদের থেকে পাওয়া স্বাধীনতাকে ‘প্রকৃত’ স্বাধীনতা বলে মনে করেন না তিনি। বরং মুঘলদের থেকে পাওয়া ‘স্বাধীনতা’ই যে তাঁর কাছে ‘প্রকৃত স্বাধীনতা’ সে কথা স্মরণ করিয়ে দেন তিনি। তাঁর বক্তব্য ছিল, ‘কয়েকশো বছর ধরে শত্রুর (মুঘল) আক্রমণ সহ্য করা ভারত আসল স্বাধীনতা পেয়েছে ওই দিন (মন্দির উদ্বোধনের দিন)। স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত ছিল না।’

আরএসএস প্রধানের এই মন্তব্যের একদিন পর তীব্র সমালোচনায় সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি। কটাক্ষ করে তিনি বলেছেন, “দেশের স্বাধীনতা আন্দোলনে তাঁদের ভূমিকা কতটুকু! সে সম্পর্কে দেশবাসীকে কিছু বলার সাহস আছে ভাগবতের! তিনি গতকাল যা বলেছেন তা রাষ্ট্রদ্রোহিতার সমান।” কংগ্রেস সাংসদের কথায়, “তাঁর (ভাগবত) মন্তব্য এটাই প্রমাণ করছে, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই অবৈধ ছিল এবং দেশের সংবিধান অবৈধ।” অবিলম্বে আরএসএস প্রধানকে গ্রেফতার করা উচিত বলে দাবি তুলেছেন রাহুল গান্ধি। তাঁর বক্তব্য, এটা অন্য কোনও দেশে হলে এতক্ষণে গরাদের পিছনে জায়গা হতেন ভাগবতের। আইনের আওতায় নিয়ে গিয়ে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হত।

বুধবার কংগ্রেসের নতুন সদর দফতর ইন্দিরা গান্ধি ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। সেখানেই দেশবাসীকে সতর্ক করে এই ধরনের ‘উদ্ভট ও বাজে’ কথাবার্তা শোনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন রাহুল গান্ধি। তিনি বলেন, “১৯৪৭ সালে ভারত স্বাধীনতা পায়নি এটা বলা প্রত্যেক ভারতীয়র জন্য অপমানজনক। সময় এসেছে এ ধরণের আজেবাজে কথা শোনা বন্ধ করার।” এদিন দলীয় কর্মীদের উদ্দেশ্য করে কংগ্রেস নেতা বলেছেন, আরএসএস-এর হাত থেকে দেশকে বাঁচানোর লড়াই লড়ছে কংগ্রেস। কারণ বিজেপি এবং আরএসএস দেশের সমস্ত প্রতিষ্ঠানের দখল নিয়েছে। সংবিধান অমান্য করে তারা যা ইচ্ছে তাই করছে। এজন্যই তাদের বিরুদ্ধে আমাদের লড়াই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *