মহম্মদপুর হবে ‘মাধবপুরম’, দিল্লিতে নাম বদলের জিগির বিজেপি বিধায়কদের

শেয়ার করুন

নয়াদিল্লি: দিল্লিতে ক্ষমতা দখলের পরই নাম পরিবর্তনের খেলা শুরু করেছে গেরুয়া শিবির। মোহাম্মদপুরকে বদলে ‘মাধবপুরম’ করার হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক অনিল শর্মা। দিল্লির আরকে পুরম বিধানসভা এলাকায় রয়েছে মোহাম্মদপুর গ্রাম। সেই গ্রামের নাম পরিবর্তনের হুঁশিয়ারি দিয়েছেন পদ্ম বিধায়ক। অনিল শর্মা বলেন, তাঁর নির্বাচনী এলাকার মোহাম্মদপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘মাধবপুরম’ করা হবে। দ্রুত এই কাজের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবেন তিনি।

এক সংবাদ সংস্থাকে আরকে পুরমের বিধায়ক বলেন, “কর্পোরেশন অনেক আগেই মাধবপুরম গ্রামের নাম পরিবর্তনের প্রস্তাব পাস করেছিল। সেই প্রস্তাব দীর্ঘদিন ধরে বিধানসভায় ঝুলে ছিল। এতদিন পর্যন্ত আম আদমি পার্টির সরকার তা চাপা দিয়ে রেখেছিল। আগামীকাল বিধানসভার স্পিকারের কাছে বিষয়টি উপস্থাপন করব।” তবে ঠিক কি কারণে গ্রামের নাম পরিবর্তন! এপ্রসঙ্গে শর্মা বলেন, “এটি মানুষের দাবি। তারা চান মোহাম্মদপুরের পরিবর্তে গ্রামের নাম মাধবপুরম করা হোক। দিল্লিতে এখন জনগণের সরকার। তাদের দাবি মতই কাজ করবে সরকার। দ্রুত নাম পরিবর্তনের কাজ সম্পূর্ণ করা হবে।”

আগামীকাল স্পিকার সুযোগ দিলে বিধানসভায় নাম বদলের প্রস্তাব উপস্থাপন করা হবে বলেও জানান তিনি। বিজেপি বিধায়কের কথায়, “আমরা একটি প্রস্তাব রাখার চেষ্টা করব। আগামীকাল স্পিকার যদি আমাদের সুযোগ দেন, তাহলে বিষয়টি উপস্থাপন করা হবে। আগামীকাল সুযোগ না পেলে সোমবার প্রস্তাবটি দেব।”

অন্যদিকে নাম পরিবর্তনের দাবি তুলেছেন আরেক বিজেপি বিধায়ক নীলম পেহেলওয়ানও। তাঁর নির্বাচনী এলাকার নাজফগড়ের নাম পরিবর্তন করে ‘নাহারগড়’ করার প্রস্তাব পেশ করেছেন তিনি। নাম পরিবর্তনের যুক্তি হিসেবে ১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে রাজা নাহার সিং-এর কথা তুলে ধরেছেন বিজেপি বিধায়ক। পেহেলওয়ান বলেন, “১৮৫৭ সালের বিদ্রোহের সময় রাজা নাহার সিং যুদ্ধ করেছিলেন এবং নাজাফগড় এলাকা দিল্লি প্রদেশের অন্তর্ভুক্ত করেছিলেন। এই অঞ্চলের রাজারা তাদের অস্তিত্বের জন্য লড়াই করেছিলেন।” তিনি আরও বলেন, “তৎকালীন সাংসদ পারভেশ ভার্মার মাধ্যমে আমরা নাজাফগড়ের নাম পরিবর্তন করে ‘নাহারগড়’ করার চেষ্টা করেছি। নাজাফগড়ের জনগণ প্রচণ্ড নির্যাতনের শিকার হয়েছে এবং সেখানকার জনগণের জন্য এই পরিবর্তন গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *