বুরারি কাণ্ডের ছায়া বেঙ্গালুরুতে, একই পরিবারের চার সদস্যের দেহ উদ্ধার

শেয়ার করুন

বেঙ্গালুরু: দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার বেঙ্গালুরুতে। সাতসকালে উদ্ধার হল একই পরিবারের চার সদস্যের ঝুলন্ত মৃতদেহ। সোমবার কর্নাটকের মাইসুর বিশ্বেশ্বরায় নগর এলাকায় একটি বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রের খবর, মৃতরা হলেন প্রিয়ম্বদা (৬২), চেতন (৪৫), রূপালী (৪৩), কুশল (১৫)। প্রিয়ম্বদার ছেলে চেতন এবং বৌমা রূপালী। চেতনের  পনেরো বছর বয়সী ছেলে কুশল। তারা আত্মহত্যা করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের।

সূত্রের খবর, মৃত্যুর আগে ভোর চারটে নাগাদ আমেরিকায় কর্মরত নিজের ভাই ভারতকে ফোন করেন চেতন। ফোন করে চেতন ভাইকে বলেন, ‘আমরা  আত্মহত্যা করতে চলেছি।’ একথা বলেই ফোন কেটে দেন চেতন। দাদার ওই ফোন কলে ভয় পেয়ে যান ভারত। সঙ্গে সঙ্গেই চেতনের শ্বশুরবাড়িতে ফোন করে গোটা ঘটনা জানান তিনি। দ্রুত তাদের বাড়িতে যেতে বলেন ভারত। এই ফোন পাওয়ার পরই জামাইয়ের বাড়ি ছুটে যান শ্বশুরবাড়ির লোকজন। কিন্তু, সময়ের আগে পৌঁছতে পারেননি তারা। ঘটনাস্থলে গিয়ে দেখেন চেতন-সহ গোটা পরিবারের মৃত্যু হয়েছে। এরপরই পুলিশ খবর দেওয়া হলে তারা গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাইসুরের বিদ্যারণ্যপুরম থানার পুলিশ।

পুলিশের প্রাথমিক অনুমান,  চেতন আত্মঘাতী হওয়ার আগে পরিবারের অন্য সদস্যদের বিষ খাইয়ে দেন। তবে কী কারণে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি? সেই উত্তর এখনও অধরা। ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার সীমা লাটকার, ডেপুটি পুলিশ কমিশনার এস জানহভি এবং বিদ্যারণ্যপুরম ইন্সপেক্টর মোহিত সহ ঊর্ধ্বতন পুলিশকর্তারা। এক পুলিশ কর্তা জানিয়েছেন, একটি সুইসাইড নোট রেখে গেছেন চেতন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *