নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর: অজ্ঞাত এক তরুণীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করল মুর্শিদাবাদের ইসলামপুর থানার পুলিশ। যদিও এখনও তরুণীর কোনও পরিচয় জানা যায়নি। বুধবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার টেকারায়পুর অঞ্চলের ঈশাননগর এলাকায়। স্থানীয় এক যুবক জানান, “তরুণীর বয়স আনুমানিক ২০ বছর হবে। মৃত তরুণী এই এলাকার নয়। তাকে খুন করে ফেলে দেওয়া হয়েছে।”
Read More: পাচারের আগেই বাজেয়াপ্ত ফেনসিডিল, গ্রেফতার যুবক
স্থানীয় সূত্রে খবর, ইসলামপুরের ঈশাননগর মাঠ সংলগ্ন ক্যানালের ধারে ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। তারপরই মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। অনুমান করা হচ্ছে, রাতের অন্ধকারে তরুণীকে খুন করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহটি ক্যানালের ধারে ফেলা যাওয়া হয়। স্থানীয় এক বাসিন্দা জামিউল ইসলাম বলেন, দেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। মৃতদেহটি দেখে মনে হচ্ছে, গতকাল রাতেই খুন করে জঙ্গলে ফেলে যাওয়া হয়েছে। দেহের একাংশ ছিড়ে খেয়েছে শিয়ালে। তবে মুখমণ্ডল দেখেও তরুণীকে চেনা যায়নি। এদিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তরুণীর পরিচয় জানার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।