BPSC: প্রশ্ন ফাঁস নিয়ে সিবিআই তদন্তের দাবি খান স্যারের

শেয়ার করুন

পাটনা: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছিল পরীক্ষার্থীরা। পুনরায় পরীক্ষার দাবিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করেছিল নীতিশ পুলিশ। এখনও পুনরায় পরীক্ষার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে তারা। চাকরিপ্রার্থীদের দাবিকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। এবার চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন জনপ্রিয় ইউটিউবার খান স্যার। ‘চাকরিপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত’ বলে মন্তব্য করলেন তিনি।

সোমবার এক সংবাদ সংস্থাকে সাক্ষাৎকারে দিতে গিয়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার দাবি ন্যায্য। আমি সরকারকে বলতে চাই, এই (প্রশ্নপত্র ফাঁস) ঘটনার তদন্ত ইডি বা সিবিআইকে দিয়ে করানো হোক। সাড়ে ৪ লক্ষ চাকরিপ্রার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত।” এরপরই বিহার সরকারকে বার্তা দিয়ে তাঁর বক্তব্য, “শিক্ষার্থীরা যদি দীর্ঘ সময় ধরে বিক্ষোভ-আন্দোলন করে, তাহলে এটা সরকারের জন্যও ভালো নয়। আমি আশা করব সরকার শীঘ্রই পুনরায় পরীক্ষার ব্যবস্থা করবে। বিহার সরকার দ্রুত ইতিবাচক সিদ্ধান্ত নিক।” এই মামলাটি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। এপ্রসঙ্গে খান স্যার বলেছেন, “আদালতের প্রতি পূর্ণ আস্থা আছে। আশা করি চাকরিপ্রার্থীদের পক্ষেই আদালত রায় দেবে।”

 

পরীক্ষায় অনিয়ম

গত ১৩ ডিসেম্বর বিহার পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) প্রিলিমিনার পরীক্ষা হয়। সেই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস সহ অনিয়মের অভিযোগ তুলে পথে নামে চাকরিপ্রার্থীরা। শুরু হয় বিক্ষোভ-আন্দোলন। রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাড়ির উদ্দেশে মিছিল করে তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে কথা বলার দাবি জানান চাকরিপ্রার্থীরা। যদিও মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পড়ুয়াদের সেই দাবিকে গুরুত্ব দেননি বলে অভিযোগ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের উপর ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রুপ নিয়েছিল পাটনা।

শিক্ষার্থীদের সমর্থন পিকের

চাকরিপ্রার্থীদের উস্কানি দিয়ে অশান্তি সৃষ্টি করার অভিযোগে বিহারের জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে) সহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এমনকি চাকরিপ্রার্থীদের পাশে আন্দোলন করায় প্রশান্ত কিশোরের বিরুদ্ধেও মামলা দায়ের করে পুলিশ।  এবিষয়ে বিহার পুলিসের বক্তব্য ছিল, পাটনার গান্ধী ময়দানে জমায়েত করতে চেয়ে প্রশান্ত কিশোর অর্থাৎ পিকে শনিবারই পুলিশের অনুমতি চেয়েছিলেন। কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। সেই সিদ্ধান্তও তাঁকে জানিয়ে দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *