পুনে: বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবাধে চলছে বুলডোজ়ার বিচার। অসাংবিধানিক এই অ্যাকশন নিয়ে একাধিকবার সতর্ক করেছে দেশের শীর্ষ আদালত। তারপরও সংখ্যালঘুদের বিরুদ্ধে থামেনি গেরুয়া বুলডোজ়ার। এবার এনিয়ে কেন্দ্রের তীব্র সমালোচনা করলেন সুপ্রিম বিচারপতি। শনিবার মহারাষ্ট্রের পুনের এক আইন কলেজের উদ্বোধনে গিয়ে বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া বলেন, ‘কিছু রাজ্য এখন বুলডোজ়ারেই বিচার খোঁজার চেষ্টা করছে। এই প্রবণতা সংবিধানের উপরেই বুলডোজ়ার চালানোর সামিল।’
ঠুনকো অভিযোগেই বুলডোজার চালিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অভিযুক্তের বাড়ি-ঘর। আবার কখনো সংখ্যালঘুদের মসজিদ ও মাদ্রাসা অবৈধ নির্মাণ বলে দাগিয়ে দিয়ে তাতেও অবাধে চালানো হচ্ছে বুলডোজার। বিজেপি শাসিত রাজ্যগুলিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে বুলডোজার সংস্কৃতি। এই অসাংবিধানিক পদক্ষেপ নিয়ে বিরক্তি প্রকাশ করেন সুপ্রিম বিচারপতি। তিনি মন্তব্য করেন, “বুলডোজার চালিয়ে বাড়ি-ঘর ভেঙে দেওয়া হতাশাজনক।” বিচারপতি ভুঁইয়ার কথায়, “আমার মতে, সম্পত্তি ধ্বংস করার জন্য বুলডোজার ব্যবহার করা সংবিধানের উপর বুলডোজার চালানোর সামিল। এই নীতি আইনের শাসনের ধারণাকেই বদলে ফেলছে। অপরাধ প্রমানিত না হতেই বুলডোজার চালানো ন্যায়বিচারের কাঠামোকে ধ্বংস করছে।”
অসাংবিধানিক বুলডোজার চালানোর ফলে অসহায় মানুষদের জীবনে কতটা প্রভাব ফেলছে! তার ব্যাখ্যা দিয়ে বিচারপতির বক্তব্য, কথা প্রসঙ্গে ধরে নিলাম অভিযুক্ত ব্যক্তি আসামী এবং দোষী। কিন্তু তার পরিবারের বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তান তারা তো কোনও অপরাধ করেননি। আপনি যখন বুলডোজার চালিয়ে অভিযুক্তের বাড়ি গুড়িয়ে দিচ্ছেন। তাদের মাথা গোঁজার জায়গাটুকু ধ্বংস করছেন। একবারও ভাবলেন না পরিবারের বাকি মানুষগুলো কোথায় যাবে! তাদের অপরাধটা কি! একজনের জন্য সবাইকে কেনো শাস্তি দেওয়া হবে। বিচারপতি ভুঁইয়া সাফ জানান, “কেউ অভিযুক্ত বা দোষী প্রমানিত হলেই তার বাড়িতে বুলডোজার চালানো যায় না।”
পুনের ভারতী বিদ্যাপীঠ নিউ ল’কলেজে ‘আন্তর্জাতিক মুট কোর্ট’ প্রতিযোগিতায় বিচার ব্যবস্থার সংস্কারের আহ্বান জানান বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। তাঁর সংযোজন, “শীর্ষ আদালতের একজন বর্তমান বিচারক হিসাবে বলতে দ্বিধা নেই, সুপ্রিমকোর্ট দেশের সর্বোচ্চ আদালত। অতীতের প্রাইভি কাউন্সিলের মতো সুপ্রিম কোর্টের উপরে অন্য কোনো আদালত থাকলে.. শীর্ষ আদালতের অনেক রায়কে হইত নতুন করে দেখা হত।” প্রসঙ্গত, প্রথমে উত্তরপ্রদেশ, পরে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি যে ভাবে বেআইনি নির্মাণে বুলডোজ়ার চালাচ্ছে এবং তার পক্ষে সওয়ালও করছে, তা নিয়ে একাধিকবার আদালতে সমালোচনার মুখে পড়েছে। এবার বুলডোজ়ার সংস্কৃতি নিয়ে বিচারপতি ভুঁইয়ার মন্তব্য রাজ্যগুলির অস্বস্তি আরও বাড়াল বলে মনে করছে একাংশ।