পাঞ্জাবে নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ল বাস, ৮ জনের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন

চণ্ডীগড়: পাঞ্জাবে নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ল যাত্রী বোঝায় বাস। বেসরকারি বাসটি তালওয়ান্ডি সাবো থেকে বাটিন্দা যাওয়ার পথে জীবন সিংওয়ালা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। প্রশাসন জানিয়েছে, বাসটিতে ৪৫ জনের বেশি যাত্রী ছিল। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। প্রায় ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। এনডিআরএফ টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাস থেকে যাত্রীদের বের করতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পুলিশ এবং জেলা প্রশাসন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই বাস দুর্ঘটনায় চালকও মারা গেছেন। চালকের নাম মানসা-র বাসিন্দা বলকার সিং বলে জানা গেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *