বেজিং: চিন থেকেই গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনা। এক বীভৎস অতিমারী কাল কাটিয়েছে বিশ্ব। এবার চিনে নতুন আরেক ভাইরাসের সন্ধান মিলেছে বলে খবর। ভাইরাসটির নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি)। সমাজমাধ্যমে করা একটি পোস্টের জেরে বিষয়টি সহসা সামনে এসেছে। মূলত শিশু ও বয়স্ক মানুষরাই আক্রান্ত হচ্ছেন বলে জানা গিয়েছে। এমনই দাবি সোশাল মিডিয়ার অসংখ্য পোস্টে। যাকে ঘিরে বাড়ছে আশঙ্কা। সেখানে রীতিমতো ছবি দিয়ে বলা হয়েছে, ইতিমধ্যেই চিনের নানা প্রান্তে দ্রুতগতিতে ছড়াচ্ছে এই ভাইরাস। ফের নতুন করে আতঙ্ক ছড়িয়েছে দেশটিতে। তাহলে কি করোনার পর নতুন ভাইরাসের ঢেউ ফের ছড়িয়ে পড়বে?
Read More: ‘উসকানিমূলক কনটেন্ট’, ওয়েস্ট ব্যাঙ্কে বন্ধ আল-জাজিরার সম্প্রচার
⚠️ BREAKING:
China 🇨🇳 Declares State of Emergency as Epidemic Overwhelms Hospitals and Crematoriums.
Multiple viruses, including Influenza A, HMPV, Mycoplasma pneumoniae, and COVID-19, are spreading rapidly across China. pic.twitter.com/GRV3XYgrYX
— SARS‑CoV‑2 (COVID-19) (@COVID19_disease) January 1, 2025
ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে চিনের হাসপাতালগুলির ভিডিও। তাতে দেখা গিয়েছে, কাতারে কাতারে মানুষ ভিড় করছেন স্থানীয় হাসপাতালগুলিতে। অনেকের মুখেই মাস্ক। তাঁরা হাসপাতালের ভিড় লাইনে দাঁড়িয়ে। যদিও এসব ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ হেডলাইন। তবে, শীতের মুখে এই ভিডিও সাধারণের মনে আতঙ্ক বাড়িয়েছে ব্যাপকহারে। অনেকেই প্রশ্ন করছেন, অতিমারীর পর কি ফের চিন থেকেই বিশ্বে ছড়িয়ে পড়বে নতুন ভাইরাস? ফের বিপর্যস্ত হবে জনজীবন?