হেডলাইন ডেস্ক: পরিত্যক্ত সুটকেস থেকে উদ্ধার হল কংগ্রেস নেত্রীর দেহ। মৃত কংগ্রেস নেত্রীর নাম হিমানী নারওয়াল (২২)। শনিবার হরিয়ানার রোহতকের একটি বাসস্ট্যান্ডের পাশে একটি পরিত্যক্ত নীল স্যুটকেস থেকে ওই নেত্রীর দেহ উদ্ধার হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে ভারত জোড়ো যাত্রাতেও দেখা গিয়েছিল নারওয়ালকে। কংগ্রেসের দাবি, রাজনৈতিক কারণেই খুন করা হয়েছে দলীয় কর্মীকে।
পুলিশ সূত্রে খবর, শনিবার রোহতকের বাসস্ট্যান্ডের ধারে নীল সুটকেসটি দেখা যায়। স্থানীয়দের সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে তরুণীর দেহ উদ্ধার করে। পরে জানা যায়, সুটকেসের ভেতরে থাকা দেহ হিমানী নামে ওই মহিলা কংগ্রেসকর্মীর। তরুণীর হাতে ছিল মেহেন্দি, গলায় স্কার্ফ। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন স্পষ্ট। পুলিশের অনুমান, তরুণীকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনায় একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে তরুণীর রহস্যমৃত্যু নিয়ে সরব হয়েছে কংগ্রেস। ঘটনাটিকে ‘মর্মান্তিক’ বলে উল্লেখ করে উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা। রোহতকের কংগ্রেস বিধায়ক ভারত ভূষণ বাত্রার বক্তব্য, “বিজেপির শাসনকালে হরিয়ানায় আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। অপরাধীরা পুলিশকে ভয় পাচ্ছে না।”