তিরুবনন্তপুরম: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুলে যোগ দিয়েছেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার। ইতিমধ্যে তাঁকে রাজ্যের আহ্বায়কের দায়িত্ব দিয়েছে তৃণমূল কংগ্রেস। ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার দু’দিন পর এবার নীলাম্বরের বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন আনভার। সোমবার সকালে কেরল বিধানসভার স্পিকার এ এন শমসেরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্র জমা দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন বিধায়ক সাফ জানান, তিনি নীলাম্বুর আসন থেকে উপনির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করবেন না।
শুক্রবার তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন কেরলের প্রাক্তন সিপিএম নেতা পিভি আনভার। ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তাঁকে রাজ্যের আহ্বায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছে। আনভারকে দলের তরফে শুভেচ্ছাও জানানো হয়েছে। সোমবার পদত্যাগের পরই কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের বিরুদ্ধে তোপ দাগেন প্রাক্তন বিধায়ক। আনভার বলেন, বাম সরকারের মেয়াদ শেষের দিকে। বর্তমান সরকারের হাতে আর মাত্র ৪৮২ দিন বাকি। আজ থেকে এই সরকারের কাউন্ট ডাউন শুরু হচ্ছে। পরবর্তী বিধানসভা নির্বাচনে “পিনারাইবাদ” শাসনের অবসান ঘটবে।
Warmest welcome to Shri PV Anvar, the esteemed MLA from Nilambur, Kerala, as he joins the @AITCofficial family.
His dedication to public service and his advocacy for the rights of the people of Kerala enrich our shared mission of inclusive growth.
Together, we will strive for a… https://t.co/0ypxUv9DC2
— Abhishek Banerjee (@abhishekaitc) January 10, 2025
Read More: দেশে ধর্মবিরোধী বাড়ছে, চারটি করে সন্তান জন্ম দিন: নিদান পণ্ডিত বিষ্ণুর
কী কারণে পদত্যাগ! তা ব্যাখ্যা করতে গিয়ে প্রাক্তন বিধায়ক বলেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সে কথা হয়েছে। আমি তাঁকে রাজ্যের কিছু সমস্যার কথা জানিয়েছি। দিদি আমাকে সমর্থন জানিয়েছে এবং লড়াই করতে সাহস জুগিয়েছেন। তৃণমূল সুপ্রিমোর নির্দেশেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি৷ স্পিকার তাঁর পদত্যাগপত্র গ্রহণ করলে বাংলার এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করবেন আনভার।
কেরলের রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ পি ভি আনভার। প্রথমে কংগ্রেসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। পরে লেফট ডেমোক্র্যাটিক ফ্রন্টের হয়ে নির্বাচনে লড়াই করেন। নীলাম্বুর কেন্দ্র থেকে ২০১৬ ও ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন তিনি। ২০২৪ সালে নিজেই তৈরি করেন নতুন দল ডেমোক্র্যাটিক মুভমেন্ট অব কেরল।