সংবাদ হেডলাইন ডেস্ক: কেরলে এক দলিত তরুণীকে ৬৪ বার যৌন নিগ্রহের অভিযোগ। তরুণীর দাবি, পাঁচ বছরে একাধিকবার হেনস্থার শিকার হয়েছেন তিনি। মাঠে-ঘাটে-পথে সর্বত্র হেনস্থার শিকার হতে হয়েছে তাঁকে। ৬৪ জনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলেছেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে পঠনমথিত্তা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
সূত্রের খবর, নির্যাতিতার গ্রামে সমীক্ষার কাজে গিয়েছিল একটি মহিলা-সুরক্ষা সংগঠন। তাদের কাছে যৌন নিগ্রহের নৃশংস ঘটনা তুলে ধরেন আঠারো বছর বয়সী তরুণী। তার বয়স যখন ১৩ ছিল তখন থেকেই তাকে নানাভাবে যৌন নির্যাতন করা হয়। তরুণীর বক্তব্য, তাঁর অশ্লীল ভিডিয়ো ও ছবি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে যৌন নির্যাতন করা হত। স্কুলে পড়াকালীনও তাকে যৌন হেনস্থার শিকার হতে হয়। প্রথমবার তার এক প্রতিবেশী পর্ন দেখিয়ে তাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ।
Read More: রক্তমাখা দেহ পড়ে আপ বিধায়কের, মৃত্যুর কারণ কি পিস্তল?
এমনই নৃশংসতার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে কেরলে। ইতিমধ্যে ঘটনায় পকসো ধারায় মামলা দায়ের করেছে পঠনমথিত্তা থানার পুলিশ। ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা হল- সুবিন (২৪), এস সন্দীপ (৩০), ভি কে বিনীত (৩০), কে আনন্দু (২১) এবং শ্রীনি ওরফে এস সুধি শ্রীনি (২৪)। অভিযুক্তরা পাঠানমথিত্তার চেন্নিরকারার বাসিন্দা। পুলিশের এক কর্তা বলেছেন, ধৃতদের মোবাইলে ছবি দেখে আরও ৪০ জনকে শনাক্ত করেছে তরুণী। যারা তাকে নির্যাতন করেছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়েছে।
এদিকে জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান এন রাজীব বলেন, ‘এটি অত্যন্ত গুরুতর ঘটনা। ১৩ বছর থেকেই মেয়েটি নানাভাবে যৌন নিগ্রহের শিকার হয়েছে। প্রশিক্ষণের নামে একাধিকবার যৌন হেনস্থা শিকার হয়ে সেই পথও ছেড়ে দিতে হয় তাকে। তার যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করা হবে।’