পায়ে শিকল বেঁধে ভারতীয়দের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প, ‘নতুন কিছু নয়’ বললেন জয়শংকর

শেয়ার করুন

নয়াদিল্লি: মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের ভারতে ফেরাত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ করে ১০৪ জন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হয়ে ওঠে সংসদ। বারেবারে মুলতুবি করতে হয়েছে অধিবেশন। লোকসভায় কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেন, “ভারতীয়দের চরম অপমান করা হয়েছে।” এনিয়ে এবার মুখ খুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বললেন, “আমেরিকা থেকে প্রত্যর্পণ নতুন কিছু নয়। ২০০৯ থেকে হচ্ছে। কোনও দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্যত্র বসবাস করেন সেক্ষেত্রে তাঁদের ফিরিয়ে নিতে সংশ্লিষ্ট দেশ বাধ্য।”

Read More: পায়ে শিকল-হাতে হাতকড়া পড়িয়ে ভারতীয়দের দেশে পাঠাল ট্র্যাম্প, সংসদে সরব বিরোধীরা

বৃহস্পতিবার ভারতীদের দেশে পাঠানোর ঘটনাকে ‘অমানবিক’ বলে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামে বিরোধী সাংসদরা। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভা। কেন্দ্রের কড়া সমালোচনা করে কংগ্রেস সাংসদ শশী থারুর বলেন, “এভাবে কোনওদিন ভারতীয়দের ফেরানো হয়নি। আমাদের নাগরিকদের হাতকড়া পরানো চরম অপমান।” আমেরিকা থেকে ভারতীয়দের দেশে পাঠানোর ঘটনা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে।

এদিন সংসদে কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা প্রশ্ন করেন, “সরকার কি জানত ১০৪ জন ভারতীয়কে হাতে হাতকড়া পায়ে শিকল পরিয়ে ৪০ ঘণ্টা বিমানে বসিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে? জঙ্গিদের মতো করে এভাবে কি তাঁদের ফেরানোর কথা সরকার জানে?” উত্তরে বিদেশমন্ত্রী বলেছেন, “হাতকড়া পরিয়ে তোলা আমেরিকার নিয়ম। কিন্তু মহিলা ও শিশুদের হাতকড়া পরানো হয়নি। বাকিদেরও শৌচাগারে যাওয়ার সময় হাতকড়া খুলে নেওয়াও হয়েছে।” জয়শঙ্কর আরও বলেন, ‘এই অভিবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার করা না হয় তা নিশ্চিত করার জন্য আমেরিকার প্রশাসনের সঙ্গে কেন্দ্র নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *