সংবাদ হেডলাইন ডেস্ক: রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ব্যক্তিগত জোড়া বন্ডে তাঁর জামিন মঞ্জুর করল কলকাতার ব্যাঙ্কশাল আদালত। সূত্রের খবর, ৫০ হাজার টাকার ব্যক্তিগত দুটি বন্ডে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জামিন দেওয়া হল। একইসঙ্গে বেশকিছু শর্ত আরোপ করেছে আদালত।
বুধবার ইডির বিশেষ ব্যাঙ্কশাল আদালতের চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি হয়। সেখানেই জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করে বিচারক। এদিন প্রাক্তন খাদ্যমন্ত্রীর আইনজীবীরা জানান, জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত। জ্যোতিপ্রিয়র শারীরিক অসুস্থতার কথাও তুলে ধরেন তাঁরা।
Read More: বাঘাযতীনে হেলে পড়ল আস্ত চারতলা বাড়ি, নিয়ম ভঙ্গের অভিযোগ
এদিকে জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি খারিজের দাবি জানান ইডির আইনজীবীরা। তাঁরা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সেকথায় এদিন আর কান দেননি বিচারক। তিনি ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। গ্রেফতারির ১৪ মাস পর অবশেষে জামিন পেলেন জ্যোতিপ্রিয়। এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেয়েছিলেন।