মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, ৮ জনের মর্মান্তিক মৃত্যু

শেয়ার করুন

মুম্বাই: মহারাষ্ট্রে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় ৮ জনের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও ৭ জন। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে প্রায় ৫ কিমি এলাকা। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ভান্ডারা জেলার জওহর নগরের অর্ডন্যান্স ফ্যাক্টরিতে।

প্রশাসন সূত্রে খবর, এদিন কারখানার এলটিপি বিভাগে কাজ করছিলেন বেশ কয়েকজন কর্মী। হঠাৎ সকাল সাড়ে ১০টা নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে এলটিপি বিভাগের ছাদ ভেঙে পড়ে। তাতেই তাঁরা চাপা পড়ে যান কর্মরত শ্রমিকরা। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা। স্থানীয় বাসিন্দারা বলছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে গোটা এলাকা কেপে ওঠে। বিকট শব্দ শোনা যায়। বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ভরে যায় চারিদিক।

 

দ্রুতগতিতে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার কাজ চলছে। ভান্ডারার জেলাশাসক সঞ্জয় কোলটে জানিয়েছেন, “বিস্ফোরণের ৮ জনের মৃত্যু হয়েছে। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে দমকল কর্মী ও চিকিৎসক দল পাঠানো হয়েছে।” পিআরও ডিফেন্স নাগপুর জানিয়েছেন, উদ্ধার কাজ চলছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ কর্মী থেকে দমকল বাহিনী সহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এক্স বার্তায় লিখেছেন, “ভান্ডারা জেলায় একটি অস্ত্র কারখানায় বিস্ফোরণে ছাদ ভেঙে পড়ে ১৩ থেকে ১৪ জন শ্রমিক আটকা পড়েছে বলে খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। জেলাশাসক এবং পুলিশ সুপার ঘটনাস্থলে রয়েছেন এবং সকল ধরণের সহায়তা প্রদান করা হচ্ছে। উদ্ধার কাজের জন্য এসডিআরএফ এবং নাগপুর পৌর কর্পোরেশনের দলকেও ডাকা হয়েছে এবং তারা শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছাবে। জেলা প্রশাসন প্রতিরক্ষা বাহিনীর সাথে সমন্বয় করে উদ্ধার অভিযান চালাচ্ছে। চিকিৎসা সহায়তার জন্যও মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে।” এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *