পিৎজা অর্ডারে শাস্তি, ১ মাসের জন্য বহিষ্কৃত চার ছাত্রী

শেয়ার করুন

মুম্বাই: ইচ্ছে হয়েছিল বন্ধুরা মিলে পিৎজা খাবেন। সেমত অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন এক ছাত্রী। কিন্তু পিৎজা খাওয়ার দায়ে তাদের যে শাস্তির মুখে পড়তে হবে, তা ঘুনাক্ষরেও টের পাননি তারা। শুধুমাত্র পিৎজা অর্ডারের কারণে চার ছাত্রীকে বহিষ্কার করেছে মহারাষ্ট্রের পুনের এক হোস্টেল কর্তৃপক্ষ।

Read More: আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন, গ্রেফতার ১৪ ভারতীয় মৎস্যজীবী

জানা গিয়েছে, পুনেতে সামাজিক ন্যায়বিচার বিভাগ দ্বারা পরিচালিত হয় সমাজকল্যাণ নামের এক হোস্টেল। সেখানে ২৫০ জন শিক্ষার্থীর থাকার ব্যবস্থা রয়েছে। শনিবার ওই হোস্টেলেরই এক ছাত্রী অনলাইনে পিৎজা অর্ডার করেছিলেন। এই খবর পাওয়ার পরই ওই ছাত্রীর ঘরে ছুটে যান হস্টেলের ওয়ার্ডেন মীনাক্ষী নারাহরে। হোস্টেলে কেনো পিৎজা! জানতে চান তিনি। উত্তর না মেলায় ওই চারজন ছাত্রীকে এক মাসের জন্য হোস্টেল থেকে বহিষ্কার করে কর্তৃপক্ষ। এমনকি পিৎজা অর্ডারের কারণে তাদের অভিভাবকদেরও ডেকে পাঠানো হয়। অভিভাবকরা এলে তাদের বিষয়টি অবগত করে কর্তৃপক্ষ। এই ঘটনায় ছাত্রীদের বহিষ্কার না করার অনুরোধ জানান অভিভাবকরা। যদিও তাদের অনুরোধ উপেক্ষা করেই তাদের বহিষ্কার করা হয়। এই মর্মে এক বিজ্ঞপ্তিও জারি করেছে হোস্টেল কর্তৃপক্ষ। এই ঘটনায় পুনেজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *