উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর, অমানবিক নির্যাতন দলিত যুবককে

শেয়ার করুন

জয়পুর: বিজেপি শাসিত রাজস্থানে দলিত যুবককে উল্টো করে ঝুলিয়ে চলল অমানবিক নির্যাতন। শ্রাবণ মেঘওয়াল নামের দলিত যুবককে দু’পা বেঁধে গাছে উল্টো করে ঝুলিয়ে চলে শারীরিক নির্যাতন ও বেধড়ক মারধর। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১০ জানুয়ারি) রাজস্থানের বারমের জেলায় গুদামালানি থানা এলাকায়। তবে অমানবিক ঘটনাটি প্রকাশ্যে এসেছে রবিবার। ঘটনার পরই দেশে দলিতদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। সরব হয়েছে বিরোধীরা।

জানা গিয়েছে, ওই দলিত যুবকের বিরুদ্ধে বাইক চুরির অভিযোগ উঠেছিল। তারপর তাকে ধরে প্রথমে শারীরিক ভাবে নিগৃহ করা হয়। পরে উন্মুক্ত জনতা তাকে গাছে উল্টো করে ঝুলিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ডিএসপি সুখরাম বিষ্ণোই জানান, “চোর সন্দেহে তাকে নির্যাতন করা হয়। যদিও এর আগে তার বিরুদ্ধে চুরির বেশকিছু অভিযোগ রয়েছে।”

Read More: দিল্লি দখলের লড়াইয়ে অর্থের কমতি, অতিশীর ভরসা ‘ক্রাউডফান্ডিং’

অমানবিক ভাবে নির্যাতন চালানোর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। তাতে দেখা গিয়েছে, দলিত যুবককে উল্টো করে ঝুলিয়ে যখন মারধর করা হচ্ছে, তখন মেঘওয়াল জোরে জোরে চিৎকার করছে। নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে প্রাণ ভিক্ষা চাইতে দেখা যায় দলিত যুবককে। এমনকি হাতজোড় করে তাকে রেহাই দেওয়ার জন্য আবেদন জানান ওই যুবক।

পুলিশ কি জানিয়েছে?

এই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিতর্কের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। পুলিশ জানিয়েছে, দলিত যুবকের অভিযোগের ভিত্তিতে ছ’জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বারমেরের পুলিশ সুপার নরেন্দ্র সিং মীনা বলেছেন, মেঘওয়ালকে এর আগে বাইক চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু পরে সে জামিনে মুক্তি পান। পুলিশ সুপার জানিয়েছেন, “চুরির ঘটনা সামনে আশার পর এই হামলার ঘটনা ঘটেছে। আপাতত মামলার তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *