ইমরান-বুশরা ঠাঁই কারাগারেই, দুর্নীতি মামলায়রায় দিল পাক আদালত

শেয়ার করুন

ইসলামাবাদ: পাকিস্থানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছরের কারাদণ্ডের নির্দেশ দিল দেশটির এক আদালত। একইসঙ্গে স্ত্রী বুশরা বিবিকেও ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আল–কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা এই রায় দিয়েছে পাক আদালত।

শুক্রবার পাক সংবাদমাধ্যম ডন জানিয়েছেন, শুক্রবার অ্যাকাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রান দুর্নীতি মামলায় ইমরান খানের ১৪ বছরের জেল এবং বুশরা বিবির সাত বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। সেইসঙ্গে ইমরান-বুশরাকে আর্থিক জরিমানাও করা হয়েছে। ইমরানকে ১০ লাখ ও বুশরা বিবিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা না দিলে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে অতিরিক্ত ছয় মাস ও তাঁর স্ত্রীকে তিন মাস জেলে থাকতে হবে। এদিন রায় ঘোষণায় আদিয়ালা কারাগারের বাইরে কঠোর নিরাপত্তা আটোসাটো করা হয়। রায় ঘোষণার পর আদালতকক্ষ থেকেই বুশরাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, আল-কাদির ট্রাস্টে আর্থিক তছরুপের অভিযোগে ইমরান ও বুশরা বিবির বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরো (এনএবি)। মামলার অভিযোগে বলা হয়, ইমরান ও বুশরা বাহরিয়া টাউন লিমিটেডের কাছ থেকে কোটি কোটি টাকা এবং অনেক জমি নিয়েছিলেন। এরপরই দুর্নীতি মামলায় ২০২৩ সালের মে মাসে ইমরানকে গ্রেপ্তার করা হয়। দেশটিতে সাধারণ নির্বাচনের পরপর গত বছরের ২৭ ফেব্রুয়ারি দুর্নীতি মামলায় তাঁদের অভিযুক্ত করা হয়।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৩ ডিসেম্বর ইসলামাবাদের অ্যাকাউন্টাবিলিটি আদালতে মামলার রায় ঘোষণার কথা ছিল। তবে শীতকালীন ছুটির কারণে ৬ জানুয়ারি পর্যন্ত রায় স্থগিত করা হয়। যদিও ৬ জানুয়ারি রায় ঘোষণা করা হয়নি। এরপর ১৩ জানুয়ারি রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু ইমরান ও বুশরা আদিয়ালা কারাগারে স্থাপিত আদালতকক্ষে হাজির হতে না পারায় রায়দান স্থগিত করা হয়। অবশেষে শুক্রবার রায় ঘোষণা করা হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *