সংবাদ হেডলাইন ডেস্ক: প্রতিবেশি ভারতের সঙ্গে উত্তেজনা নয়, সুসম্পর্কই রাখতে চান। এমনটাই বললেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, ‘ভারত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। আমরা অনেক ব্যাপারেই ভারতের উপর নির্ভরশীল।’ বাংলাদেশি পত্রিকা প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের সেনাপ্রধান বলেন, বাংলাদেশের অনেকে চিকিৎসার জন্য ভারতে যান। বাংলাদেশের পণ্য ভারতে যায়। আমাদের মধ্যে দেওয়া নেওয়ার সম্পর্ক। সেই পারস্পরিক সহযোগিতার সম্পর্ক বজায় রাখা প্রয়োজন।
ওয়াকার-উজ-জামান জানান, ‘বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে এমন কিছু করবে না, যা প্রতিবেশী রাষ্ট্রের কৌশলগত স্বার্থের পরিপন্থী। ভারতেরও এমন কিছু করা উচিত নয় যা আমাদের স্বার্থে আঘাত লাগে। সাধারণ মানুষ যেন মনে না করেন বাংলাদেশের উপর কর্তৃত্ব করছে ভারত।’
বাংলাদেশের সেনাপ্রধানের কথায়, যে কোনো দেশ অন্য দেশের সুবিধা চায়। এতে দোষের কিছু আছে বলে আমি মনে করি না। সমতার ভিত্তিতে দুই দেশের মধ্যে এখনো ভালো সম্পর্ক রয়েছে। জনগণ যেন মনে না করে যে আমাদের ওপর ভারতের আধিপত্য আছে। এমনটা হলে তা হবে আমাদের স্বার্থের বিরুদ্ধে। বাংলাদেশ এবং ভারত দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সুসম্পর্ক বজায় রাখা প্রয়োজন বলে মত বয়কট করেছেন ওয়াকার-উজ-জামান।