নয়াদিল্লি: ইসরাইল ও হামাসের যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানাল ভারত। বৃহস্পতিবার বিদেশমন্ত্রক এক বিবৃতিতে বলেছে, “আমরা গাজায় জিম্মিদের মুক্তি ও যুদ্ধবিরতির চুক্তির ঘোষণাকে স্বাগত জানাচ্ছি। আশা করি, এই সিদ্ধান্ত গাজার জনগণকে নিরাপদ রাখবে এবং এবার মানবিক সহায়তার নিরাপদ সেখানে পৌঁছাবে।” প্রথম থেকে ইসরাইল-হামাস যুদ্ধ নিয়ে বন্দির মুক্তি, যুদ্ধবিরতি এবং কূটনীতির মধ্যে দিয়ে সমস্যার সমাধানের আহ্বান জানিয়ে আসছে ভারত, সে কথাও উল্লেখ্য করা হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত, গাজায় গণহত্যা চালাতে ইসরাইলকে অস্ত্র দিয়ে সহায়তা করেছিল ভারত। যা নিয়ে চাপের মুখে পড়তে হয়েছিল নয়াদিল্লিকে। সমালোচনার মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন, ‘জাতীয় স্বার্থ’ এবং ‘বিভিন্ন শাসনব্যবস্থার’ প্রতি প্রতিশ্রুতির কারণে ইসরাইলকে অস্ত্র সরবরাহ করা হয়েছিল।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় টানা ১৫ মাসের সংঘাতের পর বুধবার (১৫ জানুয়ারি) গাজায় দ্বিতীয় যুদ্ধবিরতি চুক্তিতে একমত হয় ইসরাইল ও হামাস। কাতারি ও মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, আগামী রবিবার থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে। হামাস এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি যুক্তি অনুমোদন করেছে। তবে ইসরাইল এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তির অনুমোদন করেনি। যদিও শুক্রবার চুক্তিটি অনুমোদনের জন্য মন্ত্রিসভার পূর্ণাঙ্গ বৈঠক করে ইসরাইল।
এদিকে ভারত ছাড়াও যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, জার্মানি, বেলজিয়াম, তুরস্ক, নরওয়ে এবং মিশরসহ অনেক বিশ্ব নেতারা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। একইসঙ্গে বিশ্ব নেতারা গাজায় মানবিক সংকট অবসানে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন।