প্রথমবার কর্তব্যপথে ‘অর্জুন’-‘ভীষ্ম’, প্রজাতন্ত্র দিবসে শক্তি দেখাবে ভারত

শেয়ার করুন

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর কর্তব্য পথের চারপাশে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। আজ ২৬ জানুয়ারি দেশজুড়ে পালিত হবে ৭৬ তম প্রজাতন্ত দিবস। এবার দেশের প্রজাতন্ত দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবো সুবিয়ান্ত। শনিবারই তিনি ভারতে এসে পৌঁছেছেন।

শক্তি প্রদর্শন

প্রজাতন্ত্র দিবসে সামরিক শক্তির প্রদর্শন করবে ভারত। ডিআরডিও-র তৈরি ‘প্রলয়’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এই প্রথমবার দেখা যাবে দিল্লির কর্তব্যপথে। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় চিনের হামলা রুখতে মোতায়েন রয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি। এছাড়াও সাধারণতন্ত্র দিবসের আরও বড় দুই আকর্ষণ হতে চলেছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত ‘অর্জুন’ ও ‘ভীষ্ম’। ‘অর্জুন’ হল প্রধান যুদ্ধ-ট্যাঙ্ক এবং ‘ভীষ্ম’ টি-৯০এস ট্যাঙ্ক।

‘ঐতিহ্য ও বিকাশ’

প্রতি বছরই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কর্তব্য পথে কেন্দ্রের ট্যাবলোর সঙ্গে কুচকাওয়াজে অংশগ্রহণ করে দেশের অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ট্যাবলোগুলি। এ বছরও অন্ধ্রপ্রদেশ, বিহার, গোয়া, গুজরাট ও বাংলা-সহ বিভিন্ন রাজ্য প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করবে। এবারের ট্যাবলোর থিম হিসাবে নির্বাচন করা হয়েছে ‘ঐতিহ্য ও বিকাশ’কে। দেশের ঐতিহ্য ও গত কয়েক দশক ধরে দেশের অন্দরে ক্রমবর্ধমান বিকাশকেই তুলে ধরা হবে ৭৬ তম প্রজাতন্ত দিবসে।

ইতিহাসে প্রথম

২৬ জানুয়ারির বিশেষ দিনে দেশের ইতিহাসে প্রথমবার যৌথভাবে রাজপথে শক্তিপ্রদর্শন করবে দেশের তিন সেনাবাহিনী। প্রতিবছর সাধারণতন্ত্র দিবসের প্যারেডে আলাদা আলাদা ভাবে পরাক্রম দেখায় স্থল, নৌ ও বায়ুসেনা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *