বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক, পাঁচ ধাপ নীচে নামল ভারত

শেয়ার করুন

হেডলাইন ডেস্ক: বিশ্বের দরবারে অনেকটা এগিয়ে গিয়েও ধাক্কা। বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে নীচে নামল ভারত। বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে পাঁচ ধাপ নীচে নামল ভারত। ২০২৫ সালের প্রকাশিত ‘হেনলি পাসপোর্ট সূচক’ রিপোর্টে এতথ্য উঠে এসেছে। সদ্য প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী, ৮৫ নম্বরে রয়েছে ভারত। গতবার ভারত ছিল ৮০ নম্বরে। তার আগের বার ছিল ৮৭ নম্বরে। সবমিলিয়ে ৫৭টি দেশে বিনা ভিসায় যেতে পারবেন ভারতীয় পাসপোর্টধারীরা। সম্প্রতি নতুন করে পাসপোর্টের ক্রমতালিকা প্রকাশ করেছে হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। বিশ্বের ক’টি দেশে নির্দিষ্ট একটি রাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে প্রবেশাধিকার পাওয়া যায়, তার ভিত্তিতেই হেনলি পাসপোর্ট ইন্ডেক্স তৈরি হয়। ভিসা নীতিতে পরিবর্তন হলেই আপডেট করা হয় এই ইন্ডেক্স। সেই ভিত্তিতেই নতুন তালিকা প্রকাশ করা হয়েছে। গত ১৯ বছর ধরে ২২৭টি দেশ ও অঞ্চলে বিচার করে এই তালিকা প্রকাশ করা হয়। রিপোর্টে দেখা যাচ্ছে, গতবারের মতো এবারও শীর্ষে সিঙ্গাপুরই। ২২৭টি দেশের মধ্যে ১৯৫টিতেই বিনা ভিসায় যেতে পারেন সিঙ্গাপুরের পাসপোর্টধারীরা। দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছে মোট ছটি দেশ-ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, ফিনল্যান্ড এবং দক্ষিণ কোরিয়া। এই দেশগুলির পাসপোর্টধারীরা ভিসা ছাড়া যেতে পারেন ১৯২টি দেশে। তবে শক্তিশালী পাসপোর্টের তালিকায় প্রথম পাঁচে নেই আমেরিকা। নবম স্থানে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। প্রথম আরব দেশ হিসাবে এই তালিকার প্রথম দশে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত। পাকিস্তান তালিকায় রয়েছে ১০৩ নম্বরে। তারও তিন ধাপ নিচে রয়েছে আফগানিস্তান।

প্রসঙ্গত, বিদেশে ভ্রমণের জন্য আবশ্যক পাসপোর্ট-ভিসা। কিন্তু এক-একটা দেশে এক-এক রকম হয় ভ্রমণের নিয়মনীতি। যেমন – কয়েকটি দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন হয় না ভিসার। আবার কয়েকটি দেশের ক্ষেত্রে ভিসা অন অ্যারাইভ্যালের সুবিধা রয়েছে। আর এই সব বিষয়ের উপরেই ভিত্তি করে সবথেকে শক্তিশালী পাসপোর্ট তৈরি হয়। খতিয়ে দেখা হয় পৃথিবীর ২২৭টি গন্তব্যে যেতে পারার বিষয়টি। যেই দেশের পাসপোর্টধারীরা বিনা ভিসা যত বেশি সংখ্যক দেশে প্রবেশের অনুমতি পান সেই দেশের পাসপোর্ট তত বেশি শক্তিশালী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *