ভোপাল: ভিন রাজ্যে দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলার শ্রমিকের। হাইভোল্টেজ বিদ্যুৎ টাওয়ার সংস্কারের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়েছে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশে সীধী জেলার রামপুর নৈকিন তহসিলের আমদাদ গ্রামে। জানা গেছে, এদিন কাজ করতে গিয়ে আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বিশালাকার টাওয়ারটি। আর তাতেই চাপা পড়ে নিহত হন বাংলার তিন শ্রমিক।
পুলিশ সূত্রে খবর, এদিন সকাল থেকেই টাওয়ার সংস্কারের কাজ চলছিল। মূলত পুরনো টাওয়ার সরিয়ে নতুন টাওয়ার বসানো হচ্ছিল। এদিন দুপুর ১২ টা নাগাদ হুড়মুড় করে ভেঙে পড়ে টাওয়ারটি। তার নিচে চাপা পড়ে যান বেশ কয়েক জন শ্রমিক। এর মধ্যে তিন জন শ্রমিকের মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। আহত হয়েছে ৬ জন। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহতরা পশ্চিমবঙ্গের বাসিন্দা। তবে তারা বাংলার কোন জেলার বাসিন্দা তা এখনও জানা যায়নি।