সংবাদ হেডলাইন ডেস্ক: কেরলের সিপিআই(এম) কর্মীকে খুনে ৯ জন আরএসএস কর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল থালাসেরির একটি আদালত। ১৯ বছর আগে উত্তর কেরল জেলায় এক সিপিআই(এম) কর্মীকে খুনের অভিযোগ উঠে। দীর্ঘ সময় ধরে সেই মামলা বিচারাধীন ছিল আদালতে। ১৯ বছর পর সেই মামলার সাজা শোনাল আদালত।
কেরলের কন্নপুরম চুন্দার বাসিন্দা ছিলেন রিজিথ শঙ্করন। ২০০৫ সালের ৩ অক্টোবর, শঙ্করন যখন বাড়ি ফিরছিলেন তখন তাঁকে চুন্দার একটি মন্দিরের কাছে ঘিরে ধরে আক্রমণ করে অভিযুক্তরা। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় পঁচিশ বছর বয়সী সিপিআই(এম) কর্মীকে। ঘটনায় তার তিন বন্ধুও আহত হয়েছিলেন।
৪ জানুয়ারি কেরলের থালাসেরির অতিরিক্ত জেলা দায়রা আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এই মামলায় মোট আসামি ছিল ১০ জন, যাদের মধ্যে একজন সড়ক দুর্ঘটনায় মারা যায়। দোষীদের মধ্যে রয়েছে সুধাকরণ (৫৭), জয়েশ (৪১), রঞ্জিত (৪৪), অজিন্দ্রন (৫১), অনিলকুমার (৫২), রাজেশ (৪৬), শ্রীকান্ত (৪৭), তার ভাই শ্রীজিৎ (৪৩) ও ভাস্করণ (৬৭)।
এদিন আদালত ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছে। যার মধ্যে রয়েছে খুন (৩০২ ধারা), খুনের চেষ্টা (৩০৭ ধারা), বেআইনি জমায়েত (১৪৩ ধারা), দাঙ্গা (১৪৭ ধারা), অন্যায়ভাবে বাধা দেওয়া (৩৪১ ধারা) এবং স্বেচ্ছায় অস্ত্র দিয়ে আঘাত করা (ধারা ৩২৪ ধারা)।