অন্ধকার কাটিয়ে আলো, ২৬২ কোটির লক্ষীলাভ বিএসএনএল-এর

শেয়ার করুন

নয়াদিল্লি: দীর্ঘ ১৭ বছর পর বিএসএনএল-এর মুকুটে নয়া পালক। ডিসেম্বর ত্রৈমাসিকে ২৬২ কোটি টাকার নিট মুনাফা লাভ করল ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল)। দীর্ঘ ১৭ বছরে নয়া রেকর্ডকে ‘উল্লেখযোগ্য টার্নিং পয়েন্ট’ হিসেবে ব্যাখ্যা করেছেন কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। এই সাফল্য পরিষেবা সম্প্রসারণ, ব্যয় হ্রাস ব্যবস্থা এবং গ্রাহকদের পুনরুজ্জীবিত করবে বলেই মনে করেন কেন্দ্রীয় মন্ত্রী।

জানা গিয়েছে, গত বছরের তুলনায় বিএসএনএল তার গতিশীলতা, ফাইবার-টু-দ্য-হোম (এফটিটিএইচ) এবং লিজড লাইন পরিষেবাগুলিতে ১৪-১৮% রাজস্ব বৃদ্ধি পেয়েছে। বিএসএনএল-এর গ্রাহক সংখ্যাও অনেকটাই বেড়েছে। গত জুনে ৮.৪ কোটি থেকে বেড়ে ডিসেম্বরে গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৯ কোটি। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেন, “বিএসএনএল ২০২৪-২৫ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ২০০৭ সালের পর প্রথমবার ত্রৈমাসিক ভিত্তিতে মুনাফা করেছে।”

সংস্থাটি আর্থিক ব্যয় এবং সামগ্রিক ব্যয় হ্রাস করেছে। আগের বছরের তুলনায় এবছর ১ হাজার ৮০০ কোটি টাকারও বেশি লোকসান কমিয়েছে। গত চার বছরে দ্বিগুণ হয়েছে ইবিআইটিডিএ। ২০২৪ অর্থবর্ষে ২ হাজার ১০০ কোটি টাকায় পৌঁছেছে। বিএসএনএল ন্যাশনাল ওয়াইফাই রোমিং, বিআইটিভি (মোবাইল ব্যবহারকারীদের জন্য বিনামূল্যে বিনোদন), আইএফটিভি এবং ভারতের প্রথম বেসরকারী ৫জি মত পরিষেবা নিয়ে এসেছে। ফলে গ্রাহকদের চাহিদা অনেকটাই বাড়িয়েছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রীর বক্তব্য, রাষ্ট্রীয় সংস্থাটি এখন দেশব্যাপী ৪ জি রোলআউটের দিকে মনোনিবেশ করেছে। এক লাখ নতুন টাওয়ার বসানোর পরিকল্পিত করা হয়েছে। ইতিমধ্যে ৭৫ হাজার টাওয়ার বসানো হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ হাজার টাওয়ার চালু করা হয়েছে। চলতি বছরের জুনের মধ্যে সব টাওয়ার চালু করার লক্ষ্য রয়েছে। রাষ্ট্রীয় সংস্থাটি ভারতের টেলিকম সেক্টরে তার অবস্থান আরও শক্তিশালী করতে উদ্যোগী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *