মহাকুম্ভে মহা-বিপত্তি: পদপিষ্ট হয়ে ১০ জনের মৃত্যু, যোগী সরকারকে তোপ

শেয়ার করুন

লখনই: মহাকুম্ভে মহা-বিপত্তি। মৌনি অমাবস্যায় স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের ত্রীবেণী সঙ্গম ঘাটে বুধবার ভোর রাতে বড়সড় দুর্ঘটনা ঘটে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কীভাবে দুর্ঘটনা?

জানা গিয়েছে, কোটি কোটি মানুষের জনসমাগম মহাকুম্ভে। বিপর্যয় এড়াতে যাবতীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তারপরও মহাকুম্ভে ঘটল বড়সড় দুর্ঘটনা। বুধবার রাত্রি দুটো নাগাদ প্রচন্ড ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। অন্তত দশ হাজার পুণ্যার্থী একসঙ্গে স্নান করতে যাওয়ার জেরেই এই দুর্ঘটনা ঘটে। এক পুণ্যার্থী বলেছেন, মঙ্গলবার রাত ১০টা থেকেই পুণ্যার্থীরা দলে দলে এগোতে শুরু করেন সঙ্গমের দিকে। প্রশাসন চেয়েছিল, পুণ্যার্থীরা আসুক, স্নান সেরে আবার ফিরে যাক। কিন্তু স্নানের পরেও বহু পুণ্যার্থী সঙ্গমস্থলের আশপাশেই ছিলেন। অনেকে আবার প্লাস্টিক পেতে মাটিতে শুয়েও ছিলেন।

 

কেন্দ্র-রাজ্যের পদক্ষেপ:

মৌনী অমাবস্যার ‘অমৃতস্নান’ উপলক্ষে হাজার হাজার মানুষের হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু ঘটনায় একাধিক পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। মাঝ রাতে দুর্ঘটনার পরেই দ্রুত শুরু হয় উদ্ধারকাজ। পুলিশ, দমকলের বাহিনীর পাশাপাশি রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী কাজে নামে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‌্যাফ।

এদিকে এই ঘটনায় বদলে গিয়েছে মহামেলার পরিবেশ। আতঙ্কিত পুণ্যার্থীদের একাংশ দ্রুত প্রয়াগরাজ ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। ইতিমধ্যে হেলকপ্টার করে নজরদারি চালানো হচ্ছে মহাকুম্ভে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনএসজি, আধাসেনা। তারা গোটা ঘটনাটি তদারকি করছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফোন করে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মোদি-মমতার শোকপ্রকাশ:

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহাকুম্ভের দুর্ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে জানিয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন, ‘প্রয়াগরাজে মহাকুম্ভে হওয়া ঘটনা অত্যন্ত দুঃখজনক। এতে যাঁরা পরিজনদের হারিয়েছেন, তাঁদের প্রতি আমার গভীর সমবেদনা। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি।’ রাজ্য সরকারের সঙ্গে যোগাযোগ রেখে একযোগে কাজ করছে কেন্দ্র বলে জানিয়েছেন নরেন্দ্র মোদি।

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘মহাকুম্ভের ঘটনায় গভীরভাবে দুঃখিত। পুণ্যার্থীদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’

রাহুল-অখিলেশের তোপ:

মহাকুম্ভে পদপিষ্টের ঘটনা নিয়ে যোগী সরকারকে তোপ দেগেছেন রাহুল-অখিলেশ। কংগ্রেস সাংসদের অভিযোগ, ভিভিআইপিদের সুবিধা দিতে গিয়ে সাধারণ পুণ্যার্থীদের অবহেলা করেছে যোগীর প্রশাসন। যার জেরেই মর্মান্তিক এই ঘটনা। মহাকুম্ভে অবিলম্বে এই ভিভিআইপি সংস্কৃতি বন্ধ হওয়া দরকার বলে মন্তব্য করেছেন রাহুল। তিনি বলেন, ‘মহাকুম্ভে এখনও অনেকদিন ধরে চলবে। একাধিক মহাস্নান এখনও বাকি। যে ঘটনা ঘটেছে এর পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা উচিত।’  একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে নিশানা করে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, ‘সারা দেশজুড়ে প্রচার চালানো হয়েছিল মহাকুম্ভে আন্তর্জাতিক মানের ব্যবস্থা করা হয়েছে। এবার আসল সত্যটা প্রকাশ্যে চলে এসেছে। যারা এই মিথ্যা প্রচার চালিয়ে এসেছিল এই ঘটনার পর তাঁদের উচিত দায়িত্ব থেকে পদত্যাগ করা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *