নয়াদিল্লি: রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক করতে চলেছে কেন্দ্র সরকার। নতুন বছরের শুরুতেই রেশন কার্ড নিয়ে একাধিক নিয়ম চালু করা হয়েছে। দেশের প্রায় ৮০ কোটি মানুষ বর্তমানে বিনামূল্যের রেশন পায়। তাদের মধ্যে, লক্ষ লক্ষ মানুষ রয়েছে, যারা প্রকৃতপক্ষে এটির অধিকারী নয়। এদিকে যাদের সত্যিকারের বিনামূল্যের রেশনের প্রয়োজন তারা এর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই কারণেই সরকার ই-কেওয়াইসি এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে জাল রেশন কার্ডধারীদের চিহ্নিত করছে। ১ জানুয়ারি ২০২৫-এ লক্ষ লক্ষ রেশন কার্ড বাতিল করা হবে মনে করা হচ্ছে।
গম, ছোলা এবং চিনি সহ ১০টি খাদ্যপণ্য বিনামূল্যে বিতরণের ঘোষণা দিয়েছে সরকার। কিন্তু জাল রেশন কার্ডের সংখ্যা বাড়ায় চিন্তায় পড়েছে কেন্দ্র। এই প্রকল্পে জালিয়াতি রুখতে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে সরকার। ইতিমধ্যে কেন্দ্র সরকার সমস্ত রেশন কার্ডধারীদের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার নির্দেশ জারি করেছে। এই ই-কেওয়াইসি না করলে আর রেশন পাবেনা গ্রাহকরা।