নববর্ষের রাতে ‘হিরোগিরি’, বিপুল টাকার জরিমানায় লক্ষীলাভ মুম্বাই পুলিশের

শেয়ার করুন

মুম্বাই: নতুন বছরকে স্বাগত জানাতে মঙ্গলবার রাতেই শুরু হয়েছিল কাউন্টডাউন। নতুন বছরকে স্বাগত জানাতে দেশের বিভিন্ন শহরে উপচে পড়েছিল ভিড়। উৎসবমূখর শহরে উচ্ছ্বাস, হুল্লোড় আর আনন্দের সঙ্গেই বেপরোয়া ভাবে চলে গাড়ির দৌরাত্ম, একাধিক জায়গায় ভাঙ্গা হয় ট্রাফিক আইন। নতুন বছরে ‘হিরোগিরি’ ঠেকাতে নাজেহাল হতে হয় পুলিশকে। তবে বাইক আরোহী এবং চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মুম্বাই পুলিশ। এদিকে নতুন বছরের আনন্দ-উল্লাসের মাঝেই লক্ষীলাভ করল মুম্বাই পুলিশ। নববর্ষের রাতে বেপরোয়া গাড়ির দৌরাত্ম ও আইন ভাঙ্গার অভিযোগে ৮৯ লক্ষ টাকার ট্র্যাফিক জরিমানা করেছে পুলিশ। শহরজুড়ে ট্র্যাফিক আইন ভাঙ্গার অভিযোগে ১৭ হাজার ৮ শো টি জরিমানার চালান কেটেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেপরোয়া গাড়ি ও ট্রাফিক আইন ভঙ্গকারীদের চিহ্নিত করা হয়। তারপরই ভঙ্গকারীদের ই-চালানের মাধ্যমে জরিমানা করা হয়। নববর্ষের রাতে যান চলাচলে বাঁধা দেওয়ার ২,৮৯৩টি এবং হেলমেট ছাড়া বাইক চালানোর ১,৯২৩টি ঘটনা ঘটেছে। এছাড়া ট্রাফিক সিগন্যাল ভাঙ্গার ১,৭৩১টি ঘটনা ঘটেছে। তালিকায় গণপরিবহন চালাতে অস্বীকার করার ১,৯৭৬টি ঘটনা উল্লেখ করেছে পুলিশ। মুম্বাই পুলিশ জানিয়েছে, নিদিষ্ট গতির সীমা লঙ্ঘন করার ফলে ৮৪২টি জরিমানা করা হয়েছে। সিটবেল্ট ছাড়াই গাড়ি চালানোর ফলে ৪৩২টি জরিমানার চালান কাটা হয়েছে। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ১৫৩টি এবং গাড়ি চালাতে চালাতে ফোন ব্যবহার করার দায়ে ১০৯টি চালান জারি করা হয়েছে। ট্রিপল রাইডিং এবং ভুল দিকে গাড়ি চালানোর অভিযোগে যথাক্রমে ১২৩ ও ৪০টি জরিমানার চালান কাটা হয়েছে। বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগে দুটি জরিমানা চালান জারি করা হয়েছে। মুম্বাই পুলিশের এক কর্তা জানিয়েছেন, “সবমিলিয়ে মোট ৮৯,১৯,৭৫০ টাকার ট্রাফিক জরিমানা করা হয়েছে।”

Read More: ইয়েমেনে ভারতীয় মৃত্যুদণ্ডের সাজা: প্রাণভিক্ষায় ম্যারাথন ছোটাছুটি নিমিশার পরিবারের

নববর্ষের রাতে অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে কড়া নজরদারি চালায় পুলিশ। শহরের জনসমাগম এলাকাগুলোতে বর্ষবরণের রাত সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বেশকিছু নিয়ম কানুনের কথাও জানিয়েছিল মুম্বাই পুলিশ। এছাড়াও বর্ষবরণের রাতে শহরে আইন শৃঙ্খলা বজায় রাখতে ২১৮৪ জন ইন্সপেক্টর এবং ১২ হাজারেরও বেশি কনস্টেবল মোতায়েন করা হয়। বর্ষবরণের আগে মুম্বই পুলিশ জানিয়েছিল, ৮ জন অতিরিক্ত কমিশনার, ২৯ জন ডেপুটি কমিশনার, ৫৩ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে মোতায়েন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *