সংবাদ হেডলাইন ডেস্ক: ভুয়ো পরিচয় ব্যবহার করে কুম্ভ মেলায় বোমা হামলার হুমকির দায়ে গ্রেফতার হল বিহারের যুবক। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের কুম্ভমেলায় বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে বিহারের পূর্ণিয়া থেকে আয়ুশ জয়সওয়াল নামের যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত যুবক ‘নাসির পাঠান’ নাম দিয়ে সোশ্যাল মিডিয়া আইডি খুলে বোমা হামলার হুমকি দিয়েছিল।
This is Ayush Jaiswal, who created an ID under the name Nasir Pathan and threatened to blow up the Prayagraj Maha Kumbh.
What is alarming is that he did it to frame his “FRIEND.”
These are friends Muslims have in India. In fact, he reminds me of my Sanghi batchmates and what… pic.twitter.com/5qAprCWsKh
— Darab Farooqui (@darab_farooqui) January 6, 2025
পুলিশ সূত্রে খবর, ৩১ ডিসেম্বর আয়ুশ নাসির পাঠানের নাম ব্যবহার করে কুম্ভ মেলায় বোমা হামলার হুমকি দিয়েছিল সে। এই হুমকির পর পুলিশ তদন্ত শুরু করে। ভবানীপুর থানার আধিকারিক সুনীল কুমার বলেছেন, ‘ইউপি পুলিশ এবং ভবানীপুর পুলিশের যৌথ প্রচেষ্টায় আয়ুশ কুমার জয়সওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিপজ্জনক মানসিকতার একজন যুবক হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা তার সংযোগ এবং হুমকির পেছনের উদ্দেশ্য খতিয়ে দেখছি।’
পুলিশ আরও নিশ্চিত করেছে যে আয়ুশ হুমকি দেওয়ার পরেই নেপালে গিয়েছিল। পুলিশ সুপার কার্তিকেয় শর্মা বলেন, ‘আয়ুশ নেপালে কোথায় গিয়েছিল এবং সেখানে সে কার সঙ্গে দেখা করেছিল তা আমরা তদন্ত করছি।’