মোটেই ভালো কথা নয়: কেনো বললেন ড. ইউনূস

শেয়ার করুন

দাভোস: মোটেই ভালো কথা নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। কেনো এই কথা বলেছেন প্রধান উপদেষ্টা! বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইস আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দাভোসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ পরিচালনা করতে হয়। কেউই তখন নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটই ভালো কথা নয়।’

তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এদিন হাসিনার এই মন্তব্যের পাল্টা প্রধান উপদেষ্টা বলেন, ‘তিনি (শেখ হাসিনা) বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটি ছিল সম্পূর্ণ জালিয়াতি।’ তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে প্রবৃদ্ধির হার নিয়ে চিন্তিত নই। আমি একেবারে তৃণমূলের মানুষের জীবনমান নিয়ে চালিত। আমি এমন একটি অর্থনীতি আনতে চাই, যা সম্পদ পুঞ্জীভূত করার ধারণাকে বদলে দেবে।’ ড. ইউনূস শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি দাবি জানিয়েছেন। যাতে করে তার অপকর্মের জন্য তাকে বিচারের মুখোমুখি করা যায়।

চীনকে বাংলাদেশের দীর্ঘমেয়াদী বন্ধু হিসেবে উল্লেখ করে ইউনূস বলেন, ‘নয়াদিল্লির সঙ্গে টানাপোড়েন সম্পর্ক ব্যক্তিগতভাবে আমাকে অনেক কষ্ট দেয়।’তিনি বলেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সবচেয়ে শক্তিশালী হওয়া উচিত। বাংলাদেশের মানচিত্র না এঁকে আপনি ভারতের মানচিত্র আঁকতে পারবেন না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *