সংবাদ হেডলাইন ডেস্ক: যাত্রীবাহী বিমান বিধ্বস্ত কাজাখস্তানে। ঘটনায় বহু মানুষ হতাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার কাজাখস্তানে আকতাউ শহরের কাছে আজারবাইজান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদেরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের ছিল। এটি বাকু থেকে রাশিয়ার চেচনিয়ার বাকু গ্রোজনিতে যাচ্ছিল। তবে, গ্রোজনিতে কুয়াশার কারণে বিমানটিকে দিক পরিবর্তন করতে হয়। বিমানটিতে ১০৫ জন যাত্রী এবং পাঁচজন ক্রু সদস্য ছিলেন। তবে, রয়টার্স তাৎক্ষণিকভাবে সেই তথ্য নিশ্চিত করতে পারেনি।
Read More: আড়ি পাতার দায়ে মার্কিন আদালতে দোষী সাব্যস্ত পেগাসাস
দেশটির জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের তদন্ত দল এর কারণ অনুসন্ধানে জানতে পেরেছে যে বিমানটি যখন ওই এলাকায় পৌঁছায়, হঠাৎ করে তাতে আগুন ধরে যায়। এতে ওই হতাহত ঘটেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে আগুন নেভাচ্ছে। আর ক্ষতিগ্রস্থদের সম্পর্কে আরও তদন্ত করা হচ্ছে। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। তবে প্রাথমিক অনুসন্ধানে কারো মৃত্যুর সংবাদ জানা যায়নি।