আমরণ অনশনের হুঁশিয়ারি পিকের, ফের চাকরিপ্রার্থীদের পাশে ভোটকুশলী

শেয়ার করুন

পাটনা: চাকরিপ্রার্থীদের হয়ে এবার আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন ভোটকুশলী ও জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। বৃহস্পতিবার পাটনায় পিকে ঘোষণা করেছেন, বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) প্রার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আমরণ অনশন শুরু করবেন তিনি।

উল্লেখ্য, বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় কারচুপি এবং প্রশ্নফাঁসের অভিযোগ তোলেন চাকরিপ্রার্থীরা। পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি তুলে বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বিহার। গত রবিবার মিছিল করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনের দিকে এগোতে শুরু করেন বিক্ষোভকারীরা। তাঁদের বাধা দিলে পুলিশের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ বেধে যায় চাকরিপ্রার্থীদের। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ তোলেন তাঁরা। চাকরিপ্রার্থীদের এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর। তাঁদের উস্কানি দেওয়ার অভিযোগে জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যে সরকারি চাকরিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “আমি দাবি জানাচ্ছি, পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা নেওয়া হোক। আমরা পরে রাজনীতির খেলা খেলতে পারব। কিন্তু এখন আমাদের তরুণ শিক্ষার্থীদের ভবিষ্যতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।” রাজ্যের দুর্নীতিবাজ সরকারি আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ভোটকুশলী।

সোমবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সরকারকে চাকরিপ্রার্থীদের সমস্যা সমাধানে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলেন পিকে। অন্যথায় বিক্ষোভ আরও তীব্র হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন জন সুরাজ পার্টির প্রধান। এদিন প্রশান্ত কিশোর প্রশ্ন তোলেন, “চাকরিপ্রার্থীরা যখন ঠান্ডায় পুলিশের লাঠি খেয়ে ও জলকামানের সম্মুখীন হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, তখন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার কেন নীরব থেকেছেন?” তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী দিল্লি গিয়ে আরাম দায়ক সময় কাটাচ্ছেন।”

উল্লেখ্য, ৭০তম বিপিএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে পথে নেমেছে চাকরিপ্রার্থীরা। গত ১৩ ডিসেম্বর থেকে তাঁদের বিক্ষোভ চলছে। এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন পিকে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এই নিয়ে একাধিকবার আক্রমণও করেছেন তিনি। এবার চাকরিপ্রার্থীদের হয়ে আমরণ অনশনের হুঁশিয়ারি দিলেন প্রশান্ত কিশোর। তাঁর এই হুঁশিয়ারি বিহারের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *