বিধায়কের নাম ভাঙ্গিয়ে প্রতারণার র‍্যাকেট, পুলিশের জালে বিশ্বজিৎ

শেয়ার করুন

নিজস্ব সংবাদদাতা, রানিনগর: কখনো থানার বড় বাবু পরিচয়, আবার কখনো বলতেন বিধায়কের ডান হাত। এভাবেই প্রভাবশালী নাম ভাঙ্গিয়ে প্রতারণার র‍্যাকেট তৈরি করেছিলেন বিশ্বজিৎ দে নামের এক যুবক। এবার পুলিশের জালে গ্রেফতার হল অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, সিউড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার থানার। অভিযুক্ত যুবক মুর্শিদাবাদ জেলার বড়ুয়া থানা এলাকার বাসিন্দা।

অভিযোগ, রানিনগর বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনের নাম ভাঙিয়ে একাধিক জায়গা থেকে টাকা তুলেছে অভিযুক্ত। জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিদের টোপ দিয়ে টাকা তুললেন বিশ্বজিৎ। রানিনগরের বিধায়কের দাবি, আমার নাম করে নদীয়া জেলা পরিষদের এক সদস্যের কাছ থেকেও লক্ষাধিক টাকা তোলা নেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারি সভাপতি আতিবুর রহমানের কাছ থেকে গত দু’দিন আগে ৪০ হাজার টাকা নিয়েছেন অভিযুক্ত। এছাড়াও বেশ কয়েকজনের কাছ থেকে কয়েক লক্ষ টাকা তোলা তুলেছে বিশ্বজিৎ দে। বিধায়ক সৌমিক হোসেন বলেন, আমার নাম করে ওই এলাকার এক প্রধানের কাছ থেকে ২ লক্ষ টাকা দাবি করা করেছে বিশ্বজিৎ। নদীয়া জেলার নাকাশীপাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক আমাকে ফোন করে প্রতারণার বিষয়টি জানিয়েছেন।

জানা গিয়েছে, এমনই প্রতারণার ঘটনায় ভাবমূর্তি নষ্ট হচ্ছিল বিধায়কের। বিষয়টি জানার পরই পুলিশের দারস্থ হন সৌমিক হোসেন। অভিযুক্তের বিরুদ্ধে সাইবার ক্রাইম সহ ইসলামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালিয়ে অবশেষে সিউড়ি থেকে বিশ্বজিৎ দে-কে গ্রেফতার করেছে তদন্তকারীরা। বৃহস্পতিবার ধৃতকে আদালতে তোলার কথা থাকলেও পথেই অসুস্থ হয়ে পড়ে অভিযুক্ত। তারপরই তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে এক সাংবাদিক বৈঠকে সৌমিক হোসেন বলেছেন, অভিযুক্ত পুলিশের ভয়ে নাটক করছে।

বিধায়কের আইনজীবী ইমতিয়াজ কবির জানিয়েছেন, কারো নাম করে প্রতারণা করা দণ্ডনীয় অপরাধ। বিধায়কের নাম করে লক্ষাধিক টাকার তোলা দাবি করে জনপ্রতিনিধিদের মধ্যে ভিভ্রান্তি সৃষ্টি করেছে অভিযুক্ত। এমনকি বিধায়কের ভাবমূর্তি নষ্ট হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হবে আদালতে। ইতিমধ্যে ওকালতনামা জমা করা হয়েছে। আগামীদিনে ধৃতকে ফের আদালতে তোলা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *