প্রতিবন্ধীকে রাস্তায় ফেলে নির্মম লাঠি পেটা, প্রশ্নের মুখে নীতিশ পুলিশ

শেয়ার করুন

পাটনা: প্রতিবন্ধী এক ব্যক্তিকে নির্মমভাবে পেটালো নীতিশ পুলিশ। শুধু পিটিয়েই থেমে থাকেনি পুলিশ কর্মীরা। তাকে রাস্তার ফেলে টানতে টানতে নিয়ে গিয়ে পুলিশ গাড়িতে তোলা হয়। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। নীতিশ পুলিশের এই নির্মমতা দেখে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। ঘটনাটি বিহারের কাটিহারের সামেলির ছোহর গ্রাম পঞ্চায়েত এলাকার।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, কয়েকজন পুলিশ কর্মী রাস্তায় বসে থাকা এক প্রতিবন্ধীকে ব্যাপক ভাবে লাঠিপেটা করছে। ঠিকভাবে পেটানো হচ্ছে না! ভেবে এক পর্যায়ে পুলিশ কর্মীর হাত থেকে লাঠি নিয়ে বেপরোয়া ভাবে প্রতিবন্ধীকে পেটাতে থাকে পুলিশ গাড়ির চালক। বেধড়ক মার যখন সহ্য হচ্ছে না, তখন হাতজোড় করে কাকুতি মিনতি করতে থাকে প্রতিবন্ধী। কিন্তু তাতে কি এসে যায়, চলতে থাকে প্রহার। এক পর্যায়ে রাস্তায় নেতিয়ে পড়া প্রতিবন্ধীকে টেনে হিঁচড়ে পুলিশ গাড়িতে তোলা হয়। এবিষয়ে প্রত্যক্ষদর্শীরা অবশ্য বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তি কোনও ভুল করেনি। তারপরও কোনও কারণ ছাড়াই তাকে নির্মমভাবে লাঠিপেটা করে পুলিশ।

এই নির্মম ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় নেটিজেনরা। চাপের মুখে পড়ে দুই পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে জেলা পুলিশ। বৃহস্পতিবার কাটিহারের পুলিশ সুপার বৈভব শর্মা বলেছেন, পোথিয়া থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কেদার প্রসাদ যাদব এবং কনস্টেবল প্রীতি কুমারী, হোমগার্ড সিকান্দার রাই এবং কিশোর মাহাতো সহ চালক বাম্বাম কুমারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে যাদব এবং কুমারীকে বরখাস্ত করা হয়েছে। হোমগার্ডকে রাই এবং মাহাতোকে এক বছরের জন্য দায়িত্ব থেকে দূরে রাখতে বলা হয়েছে। চালক বাম্বাম কুমারের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, “ডেপুটি এসপি পদমর্যাদার এক আধিকারিককে গোটা ঘটনার তদন্ত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *