বন্দি বিনিময় চুক্তি: ৩৪ জিম্মিকে মুক্তি দিতে রাজি হামাস

শেয়ার করুন

গাজা: একদিকে হত্যাযজ্ঞ, অন্যদিকে শান্তিচুক্তির আলোচনা। গাজাকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বোমা মেরে। কাতারে চলছে রফাসূত্রের খোঁজ। ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতির অংশ হিসেবে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত বলে জানিয়েছে হামাস। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস ইসরাইলের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির প্রথম পর্যায়ে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে। বন্দি বিনিময় চুক্তির প্রাথমিক পর্যায়ে গাজায় আটক সকল নারী, শিশু, বয়স্ক মানুষ এবং অসুস্থ বন্দিদের মুক্ত করা হবে বলেও জানানো হয়েছে। তবে কতজন জিম্মি এখনও বেঁচে আছেন তা স্পষ্ট নয়।

Read More: টালমাটাল ট্রুডোর মসনদ, পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী

৩৪ জনের তালিকায় যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে ৫০ থেকে ৮৫ বছর বয়সী ১০ জন নারী এবং ১১ জন পুরুষ জিম্মি রয়েছেন। সেইসঙ্গে ছোট শিশুরাও রয়েছে যাদের সম্পর্কে হামাস আগে বলেছিল যে তারা ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছে। তবে এ জন্য হামাসের কিছুটা সময় প্রয়োজন বলে জানান এক কর্মকর্তা। তিনি বলেন, ‘হামাস ৩৪ জিম্মিকে ছেড়ে দিতে রাজি হয়েছে, তা জীবিত হোক বা মৃত। তবে তাদের যারা জিম্মি করে গাজায় এনেছে (অপহরণকারীদের) তাদের  সঙ্গে যোগাযোগ করতে এবং যারা জীবিত ও যারা মৃত তাদের শনাক্ত করতে এক সপ্তাহের সময় প্রয়োজন।’

এদিকে এখনও গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। গত এক সপ্তাহে ইসরাইলি বিমান হামলায় সেখানে ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি  নিহত হয়েছেন। গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় এখন পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *