সংবাদ হেডলাইন ডেস্ক: আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও ভারতীয়দের। দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। আমেরিকায় থাকা ভারতীয় অভিবাসীদের নিয়ে ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আরও দুটি বিমান নামবে অমৃতসরে। আর এই বিষয়ে কেন্দ্রের চক্রান্তের অভিযোগ করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। তিনি বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার সবসময় পঞ্জাবের সঙ্গে বঞ্চনা করে। একটা সুযোগও ছাড়ে না পঞ্জাবের সম্মানহানি করতে।”
শনিবারই ১১৯ জন অভিবাসীদের নিয়ে ফিরছে মার্কিন বিমান। এর আগে প্রথম বিমানে মার্কিন বিমানে ২০৫ জন অভিবাসী ফিরেছিলেন দেশে। রবিবারও ভারতীয়দের নিয়ে আরও একটি বিমান নামার কথা অমৃতসরে। এই পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। তাঁর প্রশ্ন, “ভারতীয় অভিবাসীদের নিয়ে দ্বিতীয় বিমানটিও নামতে চলেছে। বিদেশমন্ত্রককে জানাতে হবে কী কারণে অমৃতসরকেই বিমানগুলি নামানোর ক্ষেত্র হিসেবে বেছে নেওয়া হচ্ছে। আপনারা এটা করছেন পঞ্জাবকে কলঙ্কিত করার উদ্দেশ্যে।”
শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পঞ্জাবের বলেন, “১১৯ জন অবৈধভাবে বসবাসকারীকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। এদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের। সেই কারণেই কি বিমান পঞ্জাবে অবতরণ করবে? এটাই যুক্তি হলে প্রথম বিমান কেন আহমেদাবাদে ল্যান্ড করল না?”
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছে গেরুয়া শিবির। বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলছেন, “পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মানের উচিত এমন স্পর্শকাতর বিষয়ে মন্তব্যই না করা। আপ নেতারা দেশের নিরাপত্তা নিয়ে ভাবিত নন। ওঁরা কেবলই রাজনীতি করে চলেন।” সব মিলিয়ে মার্কিন মুলুক থেকে দেশে ফেরানো ভারতীয় অভিবাসীদের ইস্যু নিয়ে সরগরম পঞ্জাবের রাজনৈতিক মহল।