সংবাদ হেডলাইন ডেস্ক:
দেশের দলিতদের সঙ্গে বর্বরতা কোনো মূল্যে বরদাস্ত করা হবে না। দলিতদের উপর নির্যাতন নিয়ে বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিলেন কংগ্রেস নেতা ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি বলেন, ‘দেশের দলিতদের সঙ্গে এমন বর্বরতা কোনো মূল্যে বরদাস্ত করা হবে না। আমরা তাদের সঙ্গে আছি, তাদের সাংবিধানিক অধিকার এবং তাদের ন্যায়বিচার পাওয়ার জন্য আমরা আমাদের সর্বশক্তি দিয়ে লড়াই করব।’
উল্লেখ্য, মধ্যপ্রদেশের দেওয়াস জেলায় পুলিশ হেফাজতেই এক দলিত যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। রবিবার এই নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস নেতারা। এরপর কয়েকজন পুলিশ সদস্যকে সাসপেন্ডও করা হয়েছে। এনিয়েই ক্ষোভ উগরে দেন কংগ্রেস নেতা। সরকারকে নিশানা করে রাহুল বলেন, ‘সরকারের প্ররোচনা ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়।’
দেওয়াস ও ওড়িশার ঘটনা প্রসঙ্গে রাহুল গান্ধি এক্স বার্তায় লিখেছেন, ‘একদিকে মধ্যপ্রদেশের দেওয়াসে পুলিশ হেফাজতে এক দলিত যুবককে খুন করা হয়েছে। অন্যদিকে, ওড়িশার বালাসোরে আদিবাসী মহিলাদের গাছে বেঁধে মারধর করা হয়েছে। এ দুটি ঘটনাই দুঃখজনক, লজ্জাজনক এবং অত্যন্ত নিন্দনীয়। বিজেপির মনুবাদী চিন্তাধারার কারণে তাদের শাসিত রাজ্যে একের পর এক এমন ঘটনা ঘটছে। সরকারের প্ররোচনা ছাড়া এটা সম্ভব নয়।’