দেশ নির্মাণের লড়াইয়ে শ্লোগান থাকবে- ‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর’

শেয়ার করুন

ভারতের সংবিধানপ্রণেতা এবং দলিত ও সংখ্যালঘু আন্দোলনের নায়ক ভীমরাও রামজী আম্বেদকরকে নিয়ে সংসদে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুমন্তব্যের জেরে তোলপাড় দেশ ও রাজনীতি। দেশের প্রত্যেক অংশ থেকে আক্রমণ ধেয়ে আসছে বিজেপি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে। বিক্ষোভের আচ আছড়ে পড়েছে দেশের বিভিন্ন অংশে। স্বরাষ্ট্রমন্ত্রীর অপমানজনক মন্তব্য নিয়ে বাংলাতেও দেখানো হচ্ছে বিক্ষোভ-প্রতিবাদ। সংসদে বক্তব্য পেশ করার সময় অমিত শাহ সংবিধানপ্রণেতা এবং সমাজসংস্কারক বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে অপমানজনক মন্তব্য করাকে কেন্দ্র করে বিরোধীদের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের রোষানলে পড়তে হচ্ছে মোদি-শাহ এবং কেন্দ্রের শাসকদলকে। মন্তব্যের জন্য ক্ষমাপ্রার্থনা এবং পদত্যাগের দাবি করা হয়েছে শাহের। সংসদ ভবনে বিরোধীদের প্রতিবাদে ধস্তাধস্তি এবং এফআইআর পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু ক্ষমা চাওয়ার পরিবর্তে প্রধানমন্ত্রী ও তাঁর দল অমিত শাহ ‘সঠিক’ আর বিরোধীদের ভুল প্রমাণ করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। তার তীব্র বিরোধিতা করে প্রতিবাদ জানাচ্ছে দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ।

Read More: স্রেফ ধাপ্পা: বঞ্চনার শিকার ৩৬ লক্ষেরও বেশি পেনশনভোগী

এদিকে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদে কিছুই যায় আসে না কেন্দ্রের শাসকদলের। কারণ তারা সংবিধানকেই মান্যতা দেন না। কার্যত তারাই সর্বময় কর্তা বলে নিজেদের মনে করেন। নিজেদের মর্জি মত সবকিছু চালনা করতে চান সর্বময় কর্তারা। এমনকি বাবাসাহেবের অপমান নিয়ে কোনও অনুশোচনাও নেই মোদি-শাহদের। ঘুরিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ নিয়েছে শাসকদল। তারা আম্বেদকরের ভারত ভাবনাকে বাতিল করে মনুবাদকে কার্যকরী করতে চায়। এই কুশক্তির ফলে আক্রান্ত সংবিধান ও ভারত। তা স্পষ্ট হয়েছে, বিজেপি-আরএসএস’র এই বিভেদকারী রাজনীতি ও সম্প্রতিক কর্মকান্ড থেকেই। এই আক্রমণকে প্রতিহত করতে আম্মেদকরই হাতিয়ার দেশবাসীর।

বাবাসাহেবের অপমান নিয়ে সরব হওয়া আবশ্যিক। এই দেশ সাভারকারের নয়, দেশ আম্বেদকরের- বলে মন্তব্য করেছেন অনেকেই। শাহ বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করাই সরব নিম্নবর্ণের মানুষ সহ গোটা দেশ। ভারতের আমজনতা পক্ষ নিয়েছে আম্বেদকরেরই। অমিত শাহের বিতর্কিত মন্তব্যকে ধিক্কার জানিয়েছেন তাঁরা। ভারত ভাবনাকে বাতিল করে মনুবাদকে কার্যকর করতে চাওয়া বিজেপি-আরএসএস-এর চক্রান্ত ভাঙবে দেশবাসীই, বলছে বিরোধীরা। তীব্র বিরোধীতাও করবে তারা। জাতিভেদের বিরুদ্ধে লড়াই চলবে। দ্বেষের বিপরীতে দেশ নির্মাণের লড়াইয়ে আমাদের শ্লোগান থাকবে, ‘আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *