বহু নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে: বিদায়বেলায় বোধোদয় বাইডেনের

শেয়ার করুন

ওয়াশিংটন: আর মাত্র ক’টা দিন। তারপরেই হোয়াইট হাউস ছাড়তে হবে জো বাইডেনকে। তবে বিদায়বেলায় নিজের প্রশাসনের বৈদেশিক নীতির পক্ষে জোরালো বক্তব্য দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের শান্তি প্রাপ্য। তবে এটা কুমিরের কান্না বলেই মনে করছেন অনেকে। পাশাপাশি তিনি বলেছেন, চার বছরে আমরা বহু সংকটের মুখোমুখি হয়েছি। আমি মনে করি, আমরা শক্তিশালী রূপে সবকিছুর মোকাবিলা করেছি।

বাইডেনের কথায়, তিনি যখন হোয়াইট হাউসে প্রবেশ করেছিলেন, সেই সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন বেশি শক্তিশালী এবং শত্রুরা এখন বেশি দুর্বল। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা একটি বাঁক বদলের মুখে দাঁড়িয়ে আছি। ঠান্ডাযুদ্ধ-পরবর্তী যুগের অবসান হয়েছে। একটি নতুন যুগের সূচনা হয়েছে। সামনের মাস ও বছরগুলোতে নতুন নতুন চ্যালেঞ্জ আসবে। তবু এটা স্পষ্ট, আমার প্রশাসন পরবর্তী প্রশাসনকে খুব শক্তিশালী অবস্থানে রেখে যাচ্ছে। গাজা নিয়ে বাইডেনের বক্তব্য, ‘কয়েক মাস আগে আমার দেওয়া একটি প্রস্তাব এখন চুক্তিতে পরিণত হওয়ার দ্বারপ্রান্তে। অবশেষে তা বাস্তবায়িত হতে চলেছে। অনেক নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে, অনেক সম্প্রদায় ধ্বংস হয়ে গেছে। ফিলিস্তিনি জনগণের শান্তি প্রাপ্য।’

বাইডেন নিজ প্রশাসনের প্রশংসা করলেও সমালোচকেরা তাঁর তীব্র বিরোধিতা করেছে। গাজা যুদ্ধে ইসরাইলকে অন্ধভাবে সমর্থন করা নিয়ে বাইডেনকে দায়ী করেছেন তাঁরা। এদিকে ২০ জানুয়ারি নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *