ভারুচ, ২৯ ডিসেম্বর: গুজরাটের একটি রাসায়নিক কারখানা থেকে গ্যাস লিক। ঘটনায় মৃত্যু হল চার জন শ্রমিকের। ঘটনাটি ঘটেছে গুজরাটের বাহরুচ জেলার দাহেজের ফুলরোক্যামিক্যালস লিমিটেটেড নামক একটি রাসায়নিক কারখানায়। শনিবার রাতেই চার জন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে চার শ্রমিকের মৃত্যু হয়। তবে কীভাবে এই গ্যাস লিক করল তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি।
সূত্রে জানা গিয়েছে, গুজরাটের ওই রাসায়নিক কারখানাতে শনিবার রাত ১০ টা নাগাদ আচমকা কারখানার একতলার একটি পাইপ লিক করে বিষাক্ত গ্যাস বেরোতে শুরু হয়। তখন কারখানার ভিতরেই ঘুমাচ্ছিলেন চার জন শ্রমিক। ঘুমের মধ্যে বিষাক্ত গ্যাস নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে চলে যায় শ্রমিকদের। কারখানার ভেতরেই অজ্ঞান হয়ে পড়েন ওই ৪ জন। সকালে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি তাদের গুজরাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসক শ্রমিকদের মৃত বলে ঘোষনা করে। গোটা ঘটনাটি নিয়ে মৃতদের পরিবার কারখানা কর্তৃপক্ষকে কাঠগড়ায় তুলেছে। পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন গুজরাটের রাজেশ কুমার, ঝাড়খণ্ডের মুদ্রিকা যাদব, উত্তরপ্রদেশের সুশীত প্রসাদ এবং মহেশ নন্দলাল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দাহেজ থানার ইনস্পেক্টর বিএম পাটিদার জানান, ৪টি মৃতদেহের ময়নাতদন্ত চলছে। গ্যাস কীভাবে লিক হল সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।
#Gujarat
A deadly gas leak at Gujarat Flourochemicals Limited in Dahej, Bharuch, has claimed the lives of four workers. Emergency teams are on-site as authorities launch an investigation into the incident. pic.twitter.com/kBUHg0RUe7— Dilip Singh Kshatriya (@Kshatriyadilip) December 29, 2024
প্রসঙ্গত, বছর তিনেক আগে গুজরাটের সুরাটেও একইরকম ভাবে একটি কারখানাতে গ্যাস লিক করে ছয় জন শ্রমিকের মৃত্যু ঘটেছিল। গত নভেম্বর মাসে অন্ধ্রপ্রদেশেও একটি কারখানা থেকে গ্যাস লিক করে অনেক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। যার ফলে দেশের রাসায়নিক কারখানাগুলির নিরাপত্তার ব্যাপারে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। রাজনৈতিক মহলে প্রশ্ন, বারবার রাসায়নিক কারখানা গুলোতেই কেন একইরকম ঘটনা ঘটছে!