নয়াদিল্লি: পায়ে শিকল, হাতে হাতকড়া পড়িয়ে ভারতীয়দের দেশে পাঠাল ট্র্যাম্প প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী অবৈধ অভিবাসীদের গতকাল ভারতে ফেরাত পাঠানো হয়েছে। মার্কিন সেনাবাহিনীর বিমান সি-১৭ করে ১০৪ জন ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার আমেরিকা থেকে ভারতীয় অভিবাসীদের বিতাড়ন ইস্যুতে উত্তাল হল সংসদ। বারেবারে মুলতুবি করতে হয়েছে অধিবেশন। লোকসভায় কংগ্রেস-সহ বিরোধীরা অভিযোগ করেছে, “ভারতীয়দের চরম অপমান করা হয়েছে।”
हथकड़ी और बेड़ियों में जकड़ कर भारतीयों को अमेरिका से भगाया गया। यह दृश्य आपको मुख्यधारा मीडिया नहीं दिखाएगा! साभार। pic.twitter.com/Iwqjwpjc8Y
— संदीप देव #SandeepDeo (@sdeo76) February 5, 2025
ভারতীদের দেশে পাঠানোর ঘটনাকে ‘অমানবিক’ বলে মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিরোধী সাংসদরা। এদিন দফায় দফায় মুলতুবি হয়ে গেল লোকসভা ও রাজ্যসভা। মোদির ‘বন্ধু’ ট্রাম্পের অভিবাসীদের প্রত্যাপর্ণের ঘটনাকে কেন্দ্র করে সংসদ চত্বরে বিক্ষোভ দেখায় কংগ্রেস। সাংসদ শশী থারুর বলেন, “এভাবে কোনওদিন ভারতীয়দের ফেরানো হয়নি। আমাদের নাগরিকদের হাতকড়া পরানো চরম অপমান।”
Number of Immigrants sent back by Trump to :
Pakistan 🇵🇰 : 0
Bangladesh 🇧🇩 : 0
Sri Lanka 🇱🇰 : 0
China 🇨🇳 : 0
India 🇮🇳 : 205Indians paying price for having a weak PM, who completely surrendered to Trump even before he asked to do so
Vishwaguru ❌
PR Guru ✅ 🤡 pic.twitter.com/URTNETjG6B— Veena Jain (@DrJain21) February 6, 2025
আমেরিকা থেকে গতকালই সেনা বিমানে ফিরেছে সেদেশে বসবসকারী অবৈধ ভারতীয় অভিবাসীরা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াজুড়ে ভাইরাল হয়েছে ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে, পায়ে শিকল ও হাতে হাতকড়ি পরিয়ে নিয়ে আসা হয় সেই অভিবাসীদের। বিরোধিদের অভিযোগ, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা। আর এরপরেও চুপ রয়েছেন প্রধানমন্ত্রী।’
উল্লেখ্য, ট্রাম্পের নির্দেশ মতোই আমেরিকায় চলছে ধরপাকড়। শয়ে শয়ে ‘অনুপ্রবেশকারী’কে গ্রেপ্তার করছে মার্কিন পুলিশ। দেশে ফিরলে সকল ভারতীয়দের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর। কারা তাদের অবৈধভাবে আমেরিকা যেতে সাহায্য করেছিল, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেবে কেন্দ্র।